বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান

ফাইল ছবি
বাংলাদেশ সফরের আগে কোচিং স্টাফে পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমান ফিল্ডিং কোচ মোহাম্মদ মাশরুরের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করছে না তারা। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদিদের নতুন ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন শেন ম্যাকডরমট। বাংলাদেশ সফর থেকেই কাজ শুরু করতে পারেন অস্ট্রেলিয়ান কোচ। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

promotional_ad

সবশেষ কয়েকটি বিশ্বকাপেই ফিল্ডিংয়ে ব্যাপকভাবে ভুগতে হয়েছে পাকিস্তানকে। অদ্ভুতুরে ফিল্ডিং প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানের ফিল্ডারদের। ব্যাটিং কিংবা বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও উন্নতি করতে ম্যাকডরমটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান। ফিল্ডিং কোচ হিসেবে বেশ সুনাম রয়েছে তাঁর। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দেশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ান কোচের।


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

২০ ঘন্টা আগে
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

২০২২ সালের মার্চে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ম্যাকডরমট। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসান, তামিম ইকবালদের সঙ্গে কাজ করার কথা ছিল তাঁর। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরেও গিয়েছিলেন তিনি। যদিও ম্যাকডরমটের সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহ প্রকাশ করেনি বিসিবি।


promotional_ad

পরবর্তীতে নিউজিল্যান্ড থেকেই অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন তিনি। বাংলাদেশের চাকরি ছাড়ার পর আফগানিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এ ছাড়া ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিসিবির একাডেমি প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ এবং হাই পারফরম্যান্স ফিটনেস কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আরো পড়ুন

ক্ষমতার অপব্যবহার করছেন হেসন, দাবি বাসিতের

২৫ জুলাই ২৫
পাকিস্তান ক্রিকেট বোর্ড

এ ছাড়া শ্রীলঙ্কা জাতীয় দলের ফিল্ডিং কোচ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রধান কোচ ছিলেন। এমনকি অস্ট্রেলিয়া জাতীয় দলের অন্তর্বর্তী সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন। জাতীয় দলের বাইরে ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, নর্দান টেরিটরি এবং ক্রিকেট তাসমানিয়ার সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ম্যাকডরমটের। এবার পাকিস্তানের সঙ্গে কাজ করবেন এই অস্ট্রেলিয়ান।


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৬ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ও বাংলাদেশ। পরের দুই ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যা ৬ টায়। এই সফর দিয়েই পাকিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্ব নেবেন ম্যাকডরমট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball