‘বোলাররাই মার খায়, তুই পারবি’, তানভিরকে বলেছিলেন মিরাজ

৫ উইকেট নিয়ে ম্যাচ জেতানোর পর তানভির ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে তাই দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচেই ৫ উইকেট নিয়ে বাংলাদেশের নাটকীয় জয় পেতে দারুণ অবদান রেখেছেন তানভির ইসলাম।

promotional_ad

তানজিম হাসান সাকিব উইকেট নিয়েছিলেন শুরুতেই। এরপর দ্বিতীয় উইকেট কুশল মেন্ডিস ও নিশান মাদুশকা ঝড়ো এক জুটি গড়ে লঙ্কানদের এগিয়ে নিচ্ছিলেন। মাদুশকাকে ফিরিয়ে ৬৯ রানের সেই জুটি ভাঙেন তানভির। এরপর একে একে আরও ৪ উইকেট নিয়েছেন তানভির। ৩৯ রানে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরাও।


আরো পড়ুন

তানভিরের ৫ উইকেটের পর নাটকীয় জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

৫ জুলাই ২৫
৫ উইকেটের পথে তানভির, তাকে ঘিরে তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারি, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে তিনিও আসেন সংবাদ সম্মেলনে। জানান প্রথম ২ ওভারে ২২ রান দিলেও তার প্রতি আস্থা রেখেছিলেন অধিনায়ক মিরাজ। লঙ্কান ব্যাটাররা তানভিরের ওপর চড়াও হলেও তাকে আক্রমণাত্মক বোলিং চালিয়ে যেতে বলেছিলেন অধিনায়ক।


promotional_ad

সেই পরিকল্পনা নিয়ে তানভির বলেন, 'প্রথম দুই ওভারে যখন ২২ রান খাইছি, ক্যাপ্টেন আমার পাশে এসে বললো, তানভির, বোলাররাই মার খায়, তুই পারবি। আমি তোকে একটা বিশ্বাস দিলাম, তুই সর্বোচ্চ চেষ্টা কর। তোর ডিফেন্সিভ বোলিং এর কোনো প্রয়োজন নাই। তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। ক্যাপ্টেনের কথা মতো, ইনশাল্লাহ চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ভালো কিছু হইছে।'


আরো পড়ুন

যখন ক্রিকেট শুরু করেছি তখন থেকেই পরীক্ষা দিচ্ছি, ভবিষ্যতেও দিতে হবে: সোহান

৬ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

আগে ব্যাট করে ২৪৯ রান সংগ্রহের পর সবার বিশ্বাস ছিল এই রানের মধ্যেই শ্রীলঙ্কাকে বেধে রাখতে পারবেন তারা। হয়েছেও তাই। বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কাকে অল আউট করে দিয়েছে ২৩২ রানে। আর তাতেই ধরা দিয়েছে ১৬ রানের জয়। ইনিংস বিরতিতেই এই ম্যাচের জয়ের আত্মবিশ্বাস পেয়েছিলেন ক্রিকেটাররা।


তানভির বলেছেন,' প্রথম আমরা যখন রানটা করছিলাম, ক্যাপ্টেন এবং আরো ম্যানেজমেন্ট যারা ছিলো, সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো। কারণ আমরা যদি এরকমভাবে উইকেট আমাদের পরে যায়, এত কম রানে ইনশাল্লাহ আমরা আমাদের সবার ভিতরে সেই বিশ্বাসটা, ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিয়েছে যে আমরাও পারবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball