মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় সাকিবের শোক
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে চলছে বাংলাদেশের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে দর্শকদের খাবার নিয়ে মাঠে প্রবেশের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এক ম্যাচ পরেই তারা সেই সিদ্ধান্তে বদল এনেছে।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এবং কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন লিখার সময় পর্যন্ত এই ঘটনায় ১৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত বা দগ্ধ আরো অন্তত ৭০ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন চলমান রয়েছে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুঃসংবাদ শুনল ভারত। চোট পেয়েছেন দলের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। বাম পায়ের হাঁটুর চোটের কারণে শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে। ২১ বছর বয়সী এই ক্রিকেটার দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে রীতিমতো বাজিমাত করেছেন মুস্তাফিজুর রহমান। চার ওভারে মাত্র ছয় রান দিয়ে দুই উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। তার ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। একইসাথে পাকিস্তানের ব্যাটারদের ও দেশটির প্রধান কোচ মাইক হেসনের সমালোচনা করেছেন তিনি।
মিরপুরের চিরচেনা উইকেটেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ঘরের মাঠে তিন ফরম্যাটেই এখানে স্পিন-সহায়ক ধীরগতির উইকেট বানানো হয়, এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। যখন বেশিরভাগ দল স্পোর্টিং উইকেট তৈরি করছে, বাংলাদেশ তখন উইকেট থেকে সুবিধা নিতেই নিজের ঘরের কন্ডিশনে আগের নীতি অনুসরণ করেছে। এ নিয়ে ম্যাচ শেষে খানিকটা অভিযোগও ছিল পাকিস্তানের কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আঘার। যদিও বাংলাদেশের উইকেটকে আরো বুঝেশুনে খেলতে পারত পাকিস্তান, এমনটা মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। তাদের সঙ্গী হচ্ছে নিউজিল্যান্ড। স্বাগতিক জিম্বাবুয়ে তিন ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পাওয়ায় আগেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।
বল হাতে দুই উইকেট পাওয়ার পর ব্যাট হাতে সাকিব আল হাসানের গোল্ডেন ডাক! ম্যাচও হেরে গেল মায়ামি ব্লেজ। কেমান বে স্টিনগ্রেইসের বিপক্ষে ছয় রানে হারল সাকিবের দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হলো না ওয়েস্ট ইন্ডিজের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়ে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান আলী আঘা উইকেটের সমালোচনা করে বললেন, ‘বাংলাদেশে ভালো উইকেট পাওয়া কঠিন।’ সংবাদ সম্মেলনে এসে মাইক হেসনও পুরোটা সময় জুড়ে মিরপুরের উইকেটের সমালোচনাই করলেন। পাকিস্তানের প্রধান কোচের মতে, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে এমন উইকেটে খেলে প্রস্তুতি নেয়া আদর্শ নয়। সফরকারীরা উইকেটের সমালোচনা করলেও পারভেজ হোসেন ইমন মনে করেন, পাকিস্তানের ক্রিকেটাররা হয়ত মানিয়ে নিতে পারেনি।
প্রতিপক্ষকে কাবু করতে মিরপুরে সবসময় স্পিন-স্বর্গ বানিয়ে খেলে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—ক্রিকেটের কোন ফরম্যাটেই বদলায় না মিরপুরের উইকেটের চরিত্র। সাম্প্রতিক সময়ে সবাই যখন স্পোর্টিং উইকেটে খেলায় মহা ব্যস্ত তখন পাকিস্তানকে হারিয়ে দিতে আবারও সেই ধীরগতির উইকেটের সাহায্য নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে মিরপুরের এমন উইকেটের সমালোচনা করেছেন সালমান আলী আঘা।