জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়ে ফাইনালে সাউথ আফ্রিকা

আন্তর্জাতিক
জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়ে ফাইনালে সাউথ আফ্রিকা
জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়ে ফাইনালে সাউথ আফ্রিকা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। তাদের সঙ্গী হচ্ছে নিউজিল্যান্ড। স্বাগতিক জিম্বাবুয়ে তিন ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পাওয়ায় আগেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।

লিগ পর্বে সাউথ আফ্রিকা তিন ম্যাচে পেয়েছে ৪ পয়েন্ট। সমান ৪ পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড, তবে তারা খেলেছে দুইটি ম্যাচ। বাকি একটি ম্যাচে হারলেও জিম্বাবুয়ের পয়েন্ট সর্বোচ্চ ২ তে'ই সীমিত থাকবে। আর তাই তারা ফাইনালে উঠতে পারছে না।

এদিকে লিগ পর্বে বাকি আছে দুইটি ম্যাচ। একটিতে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড, আর অন্যটিতে জিম্বাবুয়ে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে ফাইনালিস্ট দুই দল ঠিক হয়ে যাওয়ায় দুটিই এখন নিয়মরক্ষার ম্যাচ।

রবিবার হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাট করে জিম্বাবুয়ে তোলে ছয় উইকেটে ১৪৪ রান। পাওয়ার প্লে ও প্রথম ১০ ওভারে ধীরগতির ব্যাটিংয়ের কারণে বড় স্কোর তুলতে ব্যর্থ হয় তারা।

এই ম্যাচে প্রথম ১০ ওভারে মাত্র ৫৫ রান তোলে জিম্বাবুয়ে, যা চলতি সিরিজে পাওয়ার প্লে ও শুরুর দশ ওভারে তাদের সর্বনিম্ন সংগ্রহ। ব্রায়ান বেনেট ৪৩ বলে ৬১ এবং রায়ান বার্ল ৩১ বলে ৩৬ রানের ইনিংসে ভর করেই স্বাগতিকরা কিছুটা লড়াইয়ের মতো পুঁজি দাঁড় করায়।

সাউথ আফ্রিকার হয়ে ১৬ রান খরচায় দুটি উইকেট নেন করবিন বশ। একটি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, নান্দ্রে বার্গার এবং নাকাবায়োমজি পিটার। জবাবে ব্যাটিং করতে নেমে সাউথ আফ্রিকা সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। ১৬ বল ও সাত উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় প্রোটিয়ারা।

সাউথ আফ্রিকার ওপেনার রুবিন হারম্যান টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করেন। তিনি ৩৬ বলে করেন ৬৩ রান। অধিনায়ক র‍্যাসি ভ্যান ডার ডাসেন ৪১ বলে অপরাজিত ৫২ রানে ম্যাচ শেষ করে আসেন। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে সাউথ আফ্রিকা। সমান পয়েন্ট থাকা নিউজিল্যান্ডও আগেই ফাইনালে উঠেছে।

আরো পড়ুন: সাউথ আফ্রিকা