দুর্দান্ত বোলিংয়ের পর সাকিবের ‘ডাক’, হারল মায়ামি

দুর্দান্ত বোলিংয়ের পর সাকিব আল হাসানের ‘ডাক’, হারল মিয়ামি
বল হাতে দুই উইকেট পাওয়ার পর ব্যাট হাতে সাকিব আল হাসানের গোল্ডেন ডাক! ম্যাচও হেরে গেল মায়ামি ব্লেজ। কেমান বে স্টিনগ্রেইসের বিপক্ষে ছয় রানে হারল সাকিবের দল।

promotional_ad

ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে এ দিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে আট উইকেটে ৯৭ রান তোলে কেমান বে। দলটির হয়ে ২২ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন ভৃত্য অরবিন্দ।


আরো পড়ুন

ব্যাটে বলে উজ্জল সাকিব, জিতল মায়ামি

১৮ জুলাই ২৫
মায়ামি ব্লেজ

এ ছাড়া ম্যাথু ট্রম্প আট বলে ১৯ এবং জর্দান সিল্ক ৯ বলে ১৮ রান করেন। মায়ামির বোলারদের মধ্যে মাত্র ১১ রান খরচায় দুই উইকেট নেন সাকিব। তৃতীয় ওভারের শেষ বলে ম্যাথু ট্রম্পকে বিদায় করেন তিনি।


পঞ্চম ওভারের প্রথম বলে কবি হার্ফটকে বিদায় করেন সাকিব। দুবার'ই সাকিবের বলে ক্যাচ নেন টম ও'কনেল। টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সেটি করতে পারেননি সাকিব।


promotional_ad



আরো পড়ুন

অলরাউন্ড নৈপুণ্যেও মায়ামিকে জেতাতে পারলেন না সাকিব

১৮ জুলাই ২৫
মায়ামি ব্লেজের জার্সিতে সাকিব

মায়ামির হয়ে অরনব আইয়ার, জহুর খান এবং ক্রিস্টোফার রামসারানও দুটি করে উইকেট নেন। তবে তাদের প্রত্যেকেই সাকিবের চাইতে বেশি রান খরচা করেন। কেবল সাকিবের ইকোনমি রেটই ছিল পাঁচের নিচে।


লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ফিরে যান সাকিব। পিটার হাটজগলুর বলে ম্যাথু স্পুরসকে ক্যাচ দিয়ে বিদায় নেন বাংলাদেশের অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৯১ রানে থামে দলটি।


সাকিবের দলের হয়ে ১৪ বলে ইনিংস সর্বোচ্চ ১৯ রান করেন রামসারান। শেষদিকে হারিকৃষ্ণ নায়ার এবং ক্রিস্টোফার বলরাজ- দুজনই ১৭ রান করে করেন। এ ছাড়া টপ অর্ডারের ব্যাটারদের মধ্যে চার বলে ১৬ রান করেন ও'কনেল।


টপ অর্ডারে সাত ব্যাটারের মধ্যে কেবল তিনিই দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। বাকিদের আসা যাওয়ায় মাত্র ৩৮ রানেই সাত উইকেট হারায় মায়ামি। ম্যাচ থেকে ব্যাটিংয়ের শুরুর ভাগেই ছিটকে যায় দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball