পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের নেদারল্যান্ডস সিরিজ
সামনেই এশিয়া কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি স্বরূপ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এখনও সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সামনেই এশিয়া কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি স্বরূপ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এখনও সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাটকীয়তা, টানটান উত্তেজনা কোনো কিছুরই যেন কমতি ছিল না ওভাল টেস্টে। শেষ পর্যন্ত স্নায়ুর লড়াইয়ে জিতে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ড্র করেছে ভারত। ভারতের দেয়া ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৬৭ রানে থামে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাটিং না করলেও দ্বিতীয় ইনিংসে ভাঙা হাত নিয়েই নেমেছিলেন ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকস। তবে তাতেও দল জিততে পারেনি।
রিটায়ার্ড আউটের সঙ্গে ক্রিকেটের পরিচয় অনেক আগে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম তা দেখা গিয়েছিল বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার মধ্যকার টেস্টে। লঙ্কান ব্যাটার মারভান আতাপাত্তু ও মাহেলা জয়াবর্ধনে যথাক্রমে ডাবল সেঞ্চুরি ও দেড়শ তুলে নিয়ে অন্য ব্যাটারদের সুযোগ দিতে উঠে গিয়েছিলেন।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলতে সোমবার ত্রিনিদাদে যাবে পাকিস্তান দল। তবে চোটের কারণে দলের সঙ্গে থাকছেন না ফখর জামান। দেশে ফিরে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।
ওভালে পঞ্চম টেস্টের চতুর্থ দিন এক সময় ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। তবে শেষ বিকেলে পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণার ধারালো স্পেলে ঘুরে দাঁড়ায় ভারত। চতুর্থ দিন শেষে ম্যাচ আবারও সমতায় ফিরে আসে।
ওভালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলতি টেস্ট ম্যাচে শেষদিনে কেবলই রোমাঞ্চের অপেক্ষা। ইংল্যান্ডের দরকার ৩৫ রান, ভারতের নিতে হবে ৪ উইকেট। ম্যাচের ভারসাম্য যদিও স্বাগতিকদের দিকেই ঝুঁকে আছে।
ফ্লোরিডায় তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৩ রানে জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ের মাধ্যমে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় সালমান আঘার দল। এ নিয়ে এক ম্যাচের একটি লড়াইসহ টানা আটটি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতল পাকিস্তান। লক্ষ্য ছিল ১৯০ রানের। যদিও সময়মতো জ্বলে উঠতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটাররা।
প্রসিধ কৃষ্ণার শর্ট লেংথ ডেলিভারিতে পুল করে ছক্কা মারতে চাইলেন হ্যারি ব্রুক। ব্যাটে-বলে টাইমিংটা ঠিকঠাক না হওয়ায় ডিপ স্কয়ার লেগে মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ। সীমানা ঘেঁষে সিরাজও ক্যাচটা নিলেন ভালোভাবেই। তবে ক্যাচ নিয়ে পরোক্ষণেই শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারলেন না। বল নিয়েই সীমানা পেরিয়ে গেলেন সিরাজ। জীবন পাওয়ার সঙ্গে ছয় রান যোগ হয় ব্রুকের নামের পাশে। ইংলিশ ব্যাটার সুযোগটা কাজে লাগালেন মনে রাখার মতো করেই।
পেটের পীড়াজনিত সমস্যার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন নাথান স্মিথ। ২৭ বছর বয়সি পেস বোলিং অলরাউন্ডারের পরিবর্তে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন জাকারি ফকস। কিউই এই পেস বোলিং অলরাউন্ডারের ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
সামনেই এশিয়া কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি স্বরূপ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এখনও সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন সিরিজের সব ম্যাচই হবে সিলেটে।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। আর তাতেই গুঞ্জন ও আক্ষেপ চলছে তিনি কী আগেভাগেই ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন? সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে—মাত্র ৫ ম্যাচে ১৪৩ গড়ে ভিলিয়ার্স করেছেন ৪২৯ রান।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দুর্বল কাঠামো নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে। প্রতিযোগিতার অভাব, আন্তর্জাতিক ক্রিকেট মানের সঙ্গে পার্থক্য থাকার পরও দেশের ঘরোয়া ক্রিকেট দুই-চারটে সেঞ্চুরি কিংবা বড় ইনিংস খেলেই জাতীয় দলের টিকিট পেয়ে যান ক্রিকেটাররা। ঘরোয়া থেকে পুরোপুরি শিক্ষা নিয়ে যেতে না পারায় তাদের বেশিরভাগই আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে খেই হারিয়ে ফেলেন। সোহেল ইসলামও মনে করেন, বাংলাদেশে ধারাবাহিকতা ছাপিয়ে দুই-একটা ইনিংস দেখেই ক্রিকেটারদের সাফল্য বিচার করা হয়ে থাকে।