‘ভিলিয়ার্স এখনও আইপিএলের অনেক ক্রিকেটারের চেয়ে ভালো’

সেঞ্চুরির পর ভিলিয়ার্স
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। আর তাতেই গুঞ্জন ও আক্ষেপ চলছে তিনি কী আগেভাগেই ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন? সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে—মাত্র ৫ ম্যাচে ১৪৩ গড়ে ভিলিয়ার্স করেছেন ৪২৯ রান।

promotional_ad

তার ধারে কাছেও নেই কেউ। ৪১ বছর বয়সেও তার অতিমানবীয় ব্যাটিংয়ের ধার কমেনি। বার্মিংহামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৬০ বলে অপরাজিত ১২০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সাউথ আফ্রিকার তারকা ব্যাটার। আর তাতেই সাউথ আফ্রিকা ৯ উইকেটের বড় ব্যবধানের জয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে।


আরো পড়ুন

বেঙ্গালুরুতে ভিন্ন ভূমিকায় যোগ দেয়ার ইঙ্গিত ভিলিয়ার্সের

২৫ আগস্ট ২৫
আইপিএলের শিরোপা জয়ী বেঙ্গালুরুর ক্রিকেটারদের সঙ্গে ভিলিয়ার্স

এই ম্যাচে ১৯৬ রান তাড়া করতে নেমে এবি খেলেন তার পরিচিত ৩৬০ ডিগ্রি স্ট্রোকের ঝড় তুলেছিলেন, মেরেছিলেন ১৮টি বাউন্ডারি (১০ চার ও ৮ ছক্কা)। তার সঙ্গে দারুণ এক জুটি গড়েন জেপি ডুমিনি। দুজনে ১২৫ রান যোগ করেছেন দ্বিতীয় উইকেট জুটিতে। ভিলিইয়ার্সের শুরুটা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ৫১ বলে ১১৬ রান তুলে নিয়ে।


promotional_ad

এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৬ বলে ১২৩ রানের আরেকটি ইনিংস খেলেন তিনি। এমন ফর্মের পর তাকে নিয়ে মুখ খুলেছেন সাউথ আফ্রিকার আরেক সাবেক ক্রিকেটার ডেল স্টেইন। সাবেক এই প্রোটিয়া পেসার মনে করেন বর্তমানে আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা অর্ধেক ক্রিকেটারের চেয়ে ভালো ভিলিয়ার্স।


নিজের এক হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, 'এবি (ডি ভিলিয়ার্স) এখনও আইপিএলের অর্ধেক আন্তর্জাতিক খেলোয়াড়ের চেয়েও ভালো। মনে রাখবেন, আইপিএল কিন্তু সবচেয়ে কঠিন টি-টোয়েন্টি টুর্নামেন্ট।'


ভিলিয়ার্সের এই ফর্ম নিশ্চিতভাবেই আক্ষেপ তৈরি করবে তার ভক্তদের মনে। আইপিএলে ১৭০ ম্যাচে ৫ হাজার ১৬২ রান করেছেন ভিলিয়ার্স। গড় ৩৯.৭ আর স্ট্রাইক রেট ১৫১.৬—যা এখনকার অনেক তারকার চেয়েও ভালো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball