চলতি আগস্টের মাঝামাঝিতে বাংলাদেশে আসার কথা ছিল নেদারল্যান্ডস ক্রিকেট দলের। যদিও আগস্টে বাংলাদেশে আসছে না ডাচরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে, আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস।
সূত্রের তথ্য অনুযায়ী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে ডাচরা। ৪ সেপ্টেম্বর নিজেদের দেশে ফেরত যাবে দলটি। মাঝে ২৯ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলটি।
কয়েকদিন আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের সব ম্যাচই হবে সিলেটে। এর আগে সিলেটে প্রস্তুতি ক্যাম্পও করবে লিটন দাসের দল।
যদিও ঢাকায় ৬ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। এই ক্যাম্পকে সামনে রেখে ১১ আগষ্ট থেকেই বাংলাদেশ দলের কোচ ও সাপোর্ট স্টাফরা বাংলাদেশে পা রাখবেন বলে নিশ্চিত করেছিলেন বিসিবির এই পরিচালক।
এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের সব ম্যাচই খেলবে আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরাতের প্রায় সব উইকেটই রান বান্ধব। তবে আবুধাবির উইকেটে একটু বেশিই সুবিধা পান ব্যাটাররা। সেই কন্ডিশনের সঙ্গে মিল রেখে সিলেটের উইকেটে নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।