সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন ফোর্ড
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড। বুধবার ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে তিনি কাঁধে চোট পেয়েছেন। এরপর দ্রুতই তার এক্স-রে করানো হয়। সেখানে তার কাঁধে গুরুতর চোট দেখা গেছে।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড। বুধবার ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে তিনি কাঁধে চোট পেয়েছেন। এরপর দ্রুতই তার এক্স-রে করানো হয়। সেখানে তার কাঁধে গুরুতর চোট দেখা গেছে।
ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচনকে সামনে রেখে কয়েক দফা বৈঠক করেছেন তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়রা। তবে সবশেষ কয়েকটি সভার কোনটিতেই ছিলেন না কোনো নারী ক্রিকেটার। এমন বৈষম্যের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার রুমানা আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি।
সহকারী কোচ হিসেবে বিশ্বকাপ জিতলেও প্রধান কোচের দায়িত্ব নিয়ে ২০১১ বিশ্বকাপকে অস্ট্রেলিয়াকে জেতাতে পারেননি টিম নিয়েলসেন। বিশ্বকাপ জিততে না পারায় অস্ট্রেলিয়ার চাকরি ছাড়তে হয় রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসনদের সাবেক কোচকে। সেই নিয়েলসেনকে আবারও ফিরিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এবার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ করবেন তিনি।
জাতীয় পুরুষ দলের সহকারী কোচ হিসেবে নিউজিল্যান্ডের ক্রিকেটে কোচিংয়ের শুরুটা করেছিলেন বব কার্টার। পরবর্তীতে কাজ করেছেন মেয়েদের ক্রিকেট ও নিউজিল্যান্ডের হাই পারফরম্যান্সের কোচ হিসেবে। অবশেষে কিউইদের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন তিনি। কার্টারের হাই পারফরম্যান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
ভারতের বিপক্ষে অভিষেকেই জসপ্রিত বুমরাহকে এলোমেলো করে এক ওভারে ১৮ রান নিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন স্যাম কনস্টাস। খেলেছিলেন ৬০ রানের ইনিংসও। তবে পরের নিজের ৯ টেস্ট ইনিংসে পঞ্চাশ ছুঁতে পারেননি একটিতেও। অ্যাশেজের আগে টেস্ট দলে জায়গায় হারানোর শঙ্কায় ডানহাতি এই ওপেনার। এমন অবস্থায় ২০২৭ বোর্ডার-গাভাস্কার ট্রফির ভাবনায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলতে কনস্টাসকে ভারত পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আইপিএলের নতুন মৌসুমের নিলামের আগে স্বাভাবিকভাবেই বিভিন্ন ক্রিকেটারের দল ছাড়ার খবর ছড়িয়ে পড়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। সবশেষ কয়েক সপ্তাহে দল ছাড়ার খবরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাঞ্জ স্যামসন। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাজস্থান রয়্যালস ছাড়তে চান ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক। যদিও স্যামসনের ফ্র্যাঞ্চাইজি বদলের খবরটি স্রেফ গুঞ্জন হিসেবেই বিবেচনা করা হচ্ছিল। তবে ইএসপিএন জানিয়েছে, সত্যিকার অর্থেই রাজস্থান ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনকি ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্তের কথাও জানিয়ে দিয়েছেন স্যামসন।
পাকিস্তান শাহীনসের হয়ে ইংল্যান্ড সফরের সময় অপরাধমূলক কাজে জড়িত হয়েছেন হায়দার আলী! এমন অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের ব্যাটারের বিরুদ্ধে তদন্তে নেমেছে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। অপরাধমূলক কাজের অভিযোগ ওঠায় হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
‘ওয়ার্কলোড’ ম্যানেজমেন্টের ভাবনায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে তিন টেস্টের বেশি খেলবেন না জসপ্রিত বুমরাহ! এমনটা আগেই নিশ্চিত করেছিল ভারত। ডানহাতি পেসার তিনটার বেশি টেস্ট না খেললেও সব ম্যাচ খেলে সবার প্রশংসা কুড়াচ্ছেন মোহাম্মদ সিরাজ। পুরো সফরে ভালো বোলিংয়ের পাশাপাশি ওভালে টেস্ট জয়ের নায়ক হয়ে ওঠায় অনেকে সিরাজের সঙ্গে তুলনা করে বুমরাহর ‘ওয়ার্কলোড’ সামলানো নিয়ে সমালোচনা করছেন। সমালোচনার ভিড়ে অবশ্য বুমরাহর হয়ে ব্যাট ধরেছেন হার্শা ভোগলে। ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার প্রশ্ন তুলেছেন, যারা তারকা পেসারকে নিয়ে সমালোচনা করছে তারা জানে না বুমরাহ হয়ে উঠতে কত কী সহ্য করতে হয়।
আইসিসির নিষেধাজ্ঞা ও মাদকাসক্তির কঠিন সময় পেরিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ব্রেন্ডন টেলর। ফেরার ম্যাচে ভালো শুরু পেলেও পঞ্চাশ ছোঁয়া হয়নি ডানহাতি উইকেটকিপার ব্যাটারের। টেলরের প্রত্যাবর্তনের দিনটা ভালো যায়নি জিম্বাবুয়েরও। ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকরা প্রথম ইনিংসে থেমেছে মাত্র ১২৫ রানে। ম্যাট হেনরি ও জাকারি ফকসের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ডেভন কনওয়ে ও উইল ইয়াং। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে ১ উইকেটে ১৭৪ রান তুলেছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের চেয়ে ৪৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন সকালে ব্যাটিং নামবেন কনওয়ে ও জ্যাকব ডাফি।
পুরান ঢাকার গেন্ডারিয়ায় জন্ম ও বেড়ে ওঠা আমিনুল ইসলাম বুলবুলের। ক্রিকেট ক্যারিয়ারের পুরোটা সময়ই সেখানে কাটিয়েছেন তিনি। তবে পেশাদার ক্রিকেট ছাড়ার পর অস্ট্রেলিয়াতে পাড়ি জমান বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। মাঝে ডিপিএলে কোচিং করাতে এলেও বাংলাদেশে স্থায়ী হয়ে উঠেননি তিনি। বরং স্ত্রী-সন্তানদের নিয়ে অস্ট্রেলিয়াতেই জীবনযাপনের জন্য মনস্থির করেন বুলবুল। অস্ট্রেলিয়াতে থাকা অবস্থাতেই এসিসি ও আইসিসিতে চাকরি করেছেন তিনি।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম শ্রেণির ক্রিকেটের মতো টি-টোয়েন্টি সংস্করণেই ম্যাচ ফি পেয়ে থাকেন ক্রিকেটাররা। টুর্নামেন্টের ‘প্রথম আসরে’ ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পেতেন তারা। নতুন মৌসুমের আগে তাদের ম্যাচ ফি ১৫ হাজার বাড়িয়ে ৪০ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান।
এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে খেলতে দেখা যাবে তামিম ইকবালকে। লম্বা সময় পর খেলার মাঠে ফিরতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটা জানিয়েছেন।