অস্ট্রেলিয়া যুবাদের দায়িত্বে পন্টিং-ক্লার্কদের সাবেক কোচ

ছবি: ফাইল ছবি

ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে জড়াতে না পারলেও ঘরোয়া দলের হয়ে ১০১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। পেশাদার ক্রিকেট ছাড়ার পর অস্ট্রেলিয়ার প্রধান কোচ জন বুকাননের সহকারী হিসেবে কাজ করেন তিনি। তাদের দুজনের জুটিতে ব্যাপকভাবে সাফল্য পায় অজিরা। ২০০৭ বিশ্বকাপ জেতার পর অস্ট্রেলিয়ার চাকরি ছাড়েন বুকানন। সেই সময় সহকারী কোচ থেকে প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় নিয়েলসেনকে।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ আয়োজনে এগিয়ে ডারউইন
২৯ আগস্ট ২৫
২০০৭ সালে দায়িত্ব নেয়া নিয়েলসেন প্রধান কোচ ছিলেন ২০১১ সাল পর্যন্ত। পন্টিং, ক্লার্ক, ওয়াটসন, স্টিভ স্মিথ, মিচেল জনসন, ব্রেট লি, শন টেইট, ব্র্যাড হ্যাডিন, ডেভিড হাসি ও মাইকেল হাসির মতো ক্রিকেটার থাকার পরও অজিদের শিরোপা জেতাতে পারেননি তিনি। পরে সাউথ অস্ট্রেলিয়া ও অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হাই পারফরম্যান্স ম্যানেজার হিসেবে কাজ করেন।
এ ছাড়া অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্সের প্রধান কোচের দায়িত্বেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। গত বছর জেসন গিলেস্পির সহকারী হিসেবে পাকিস্তানের কোচিং স্টাফে যোগ দিলেও চাকরি টিকেনি বেশিদিন। পাকিস্তানে চাকরি হারানোর পর অস্ট্রেলিয়ার যুবাদের দায়িত্ব নিলেন তিনি। ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ দিয়ে কাজ শুরু করবেন তিনি।

ভারত সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সবশেষ ভারত সফরে যাওয়া ক্রিকেটারদের মাঝে বর্তমান স্কোয়াডে আছেন কেবল সিমন বাড, স্টিভ হোগান, হেইডেন সিলার ও অ্যালেক্স লি ইয়াং। তবে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ওলিভার পিককে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়ার হয়ে অভিষেকে ৯২ রানের ইনিংস খেলা এই ব্যাটারকে ‘এ’ দলের হয়ে খেলতে ভারত সফরে পাঠাচ্ছে তারা।
২১ সেপ্টেম্বর ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ২৪ ও ২৬ সেপ্টেম্বর। একই ভেন্যুতে ৩০ সেপ্টম্বর শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে ৭ অক্টোবর থেকে, ম্যাকায়। ভারত সিরিজ দিয়ে যুব বিশ্বকাপের প্রস্তুতিও সারবে তারা। পাশাপাশি দলও গুছিয়ে নেয়ার চেষ্টা করবে অজিরা।
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল— সিমন বাগ, অ্যালেক্স টার্নার, স্টিভ হোগান, উইল মালাকজুক, ইয়াশ দেশমুখ, টম হোগান, আরিয়ান শর্মা, জন জেমস, হেইডেন সিলার, চার্লস ল্যাচমুন্ড, বেন গর্ডন, উইল বাইরম, কাসি বার্টন, অ্যালেক্স লি, জেইডেন ড্রাপার।
রিজার্ভ— জেড হোল্লিক, টম প্যাডিংটন, জুলিয়ান ওসবোর্ন