শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার নাটকীয় জয়
২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ঠিক পথেই ছিল জিম্বাবুয়ে। শেষ ওভারে ১০ রান নিতে পারলেই ম্যাচ জেতা নিশ্চিত হয়ে যেন জিম্বাবুয়ের। তবে এমনটা হতে দেননি দিলশান মাদুশঙ্কা। শেষ ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক তুলে নিয়ে লঙ্কানদের ৭ রানের নাটকীয় জয় এনে দিয়েছেন। ফলে ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।