বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ আয়োজনে এগিয়ে ডারউইন

ছবি: বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ আয়োজনে এগিয়ে ডারউইন, ফাইল ফটো

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, এই সফরটি হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। তখন খেলা হতো অস্ট্রেলিয়ার প্রচলিত টেস্ট ভেন্যুগুলোর যেকোনো দুটিতে। তবে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালের মার্চে মেলবোর্নে একটি বিশেষ টেস্ট আয়োজন করা হবে। ফলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটি এগিয়ে আনা হচ্ছে ২০২৬ সালের জুলাই-আগস্টে।
ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপের মূল্য সাড়ে ৩ কোটি টাকা
৪ ঘন্টা আগে
এই সময়ে অস্ট্রেলিয়ায় শীত থাকে। তাই সাধারণ টেস্ট ভেন্যুগুলোতে খেলা হয় না। এ কারণেই বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনায় আছে ডারউইন, ম্যাকাই, কেয়ার্নস ও টাউন্সভিল। কদিন আগেই ডারউইনে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে দীর্ঘ ১৭ বছর পর।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, 'আমরা নিশ্চিত করতে চাই যে দেশের বিভিন্ন জায়গায় ক্রিকেট আয়োজন হোক। যাতে ভবিষ্যৎ প্রজন্ম কাছ থেকে খেলা দেখতে পারে। ডারউইনের মুখ্যমন্ত্রীর সঙ্গে সময় কাটিয়েছি, তারাও আগ্রহী। সেখানকার আবহাওয়াও উপযুক্ত।'
পাওয়ার হিটিংয়ে লিটনদের প্রথম পরীক্ষা নেদারল্যান্ডস সিরিজ
২২ ঘন্টা আগে
ডারউইনে সবশেষ টেস্ট হয়েছে ২০০৪ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগের বছর এখানেই বাংলাদেশের বিপক্ষে হয়েছিল একটি টেস্ট। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০০৮ সালে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ। আর এ বছরের সাউথ আফ্রিকা সিরিজের ভেন্যু হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে শহরটি।
তবে ডারউইনের পাশাপাশি সিরিজের আরেকটি ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে ম্যাকাই। ২০২৩ সালে সংস্কারের পর ভেন্যুটির মান অনেক উন্নত হয়েছে এবং সদ্য সমাপ্ত সিরিজে সেখানে খেলা হয়েছে। কেয়ার্নস ও টাউন্সভিলও তালিকায় আছে। তবে বজ্রপাতের ঝুঁকি থাকায় টাউন্সভিল কিছুটা পিছিয়ে।