
ভারত-ইংল্যান্ড সিরিজ থেকে পাতৌদির নাম সরানোয় সমালোচনার ঝড়
২০ জুন লিডসে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। এই দুই দলের সিরিজ ইংল্যান্ডের মাটিতে হলে এর নামকরণ হয় পাতৌদি ট্রফি নামে। যদিও এবার সেই নাম বদলে ফেলা হয়েছে। এই সিরিজের নতুন নামকরণ করা হয়েছে টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি নামে।