অ্যাশেজের প্রস্তুতি নিতে ১০ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হতে যাওয়া ভিক্টোরিয়ার বিপক্ষে নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে খেলবেন জশ হেজেলউড এবং শন অ্যাবট। চতুর্থ রাউন্ডের ম্যাচটি খেলতে প্রথম দুই টি-টোয়েন্টির পর অস্ট্রেলিয়া দল ছাড়বেন হেজেলউড। বিপরীতে তিন ম্যাচ খেলার পর নিউ সাউথ ওয়েলসের সঙ্গে যোগ দেবেন অ্যাবট।
পেশির চোটে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ছিলেন না বেন ডোয়ারশিস। এমনকি প্রথম তিন টি-টোয়েন্টিতেও পাওয়া যাবে না তাকে। যদিও শেষ দুই ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রেখেছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি দলে চমক রাখা হয়েছে মাহলি বেয়ার্ডম্যানকে রেখে। অস্ট্রেলিয়া যুব দলের হয়ে খেরা এই পেসার ২০২৪ সালে ইংল্যান্ড সফরের সময় ডাক পেয়েছিলেন।
বিগ ব্যাশের সবশেষ আসরে পার্থ স্কচার্সের হয়ে শেষ ম্যাচে ১৭ রানে ৩ উেইকেট নিয়েছিলেন তিনি। পিঠের চোটের কারণে চলতি মৌসুমে দুইটির বেশি ম্যাচ খেলতে পারেনি বেয়ার্ডম্যান। স্কোয়াডে অনুমেয়ভাবেই আছেন অধিনায়ক মিচেল মার্শ, টিম ডেভিড, নাথান এলিস, মার্কাস স্টইনিস, মিচেল ওয়েন, অ্যাডাম জাম্পা, জশ ইংলিসের মতো ক্রিকেটাররা।
ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। তৃতীয় ওয়ানডেতে খেলার পরিবর্তে গ্যাবাতে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে খেলতে কুইন্সল্যান্ডের হয়ে প্রস্তুতি নেবেন মার্নাস ল্যাবুশেন। যার ফলে তাকে তৃতীয় ম্যাচের স্কোয়াডে রাখেনি অস্ট্রেলিয়া। যুক্ত করা হয়েছে জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেমানকে।
অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডের স্কোয়াড— মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জ্যঅক এডওয়ার্ডস, নাথান এলিস, জশ হেজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপে, ম্যাট রেনেশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক এবং অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড— মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট (প্রথম তিন ম্যাচের জন্য), জাভিয়ের বার্টলেট, মাহলি বেয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচের জন্য), টিম ডেভিড, বেন ডোয়ারশিস (শেষ দুই ম্যাচের জন্য), নাথান এলিস, জশ হেজেলউড (প্রথম দুই ম্যাচের জন্য), গ্লেন ম্যাক্সওয়েল (শেষ তিন ম্যাচের জন্য), ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপে, ম্যাথু শর্ট, মার্কাস স্টইনিস এবং অ্যাডাম জাম্পা