
পাওয়েল-রাজার ঝড়ে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস
সিকান্দার রাজা যখন উইকেটে যান, দলের অবস্থা তখন বিশেষ সুখকর নয়। জয়ের জন্য দরকার ১৯ বলে ৩৮ রান। সেই ম্যাচটি চার বল আগেই শেষ করে দেন রাজা। তার ১২ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে চার উইকেটের জয়ে শিরোপা নিশ্চিত করে দুবাই ক্যাপিটালস। আইএল টি-টোয়েন্টিতে এটিই দলটির প্রথম শিরোপা।