পিএসএলে রিশাদের স্বপ্নের অভিষেক, লাহোরের বড় জয়

ছবি: উইকেট নেয়ার পর রিশাদ হোসেন, পিএসএল

এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৯ রান করে লাহোর। এরপর ব্যাটিংয়ে নেমে লাহোরের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ব্যাটাররা। বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে কোয়েটা। ৯ রানের মধ্যে তারা হারায় ৩ উইকেট। দুই ওপেনার সাউদ শাকিল ও ফিন অ্যালেনকে বিদায় করেন শাহীন আফ্রিদি।
রিশাদকে গেম চেঞ্জার বললেন লাহোরের মালিক
১৭ ঘন্টা আগে
আর হাসান নাওয়াজকে ফেরান আসিফ আফ্রিদি। এরপর দ্রুত রান তুলতে থাকা কুশাল মেন্ডিসকে সাজঘরে ফেরান হারিস রউফ। ইনিংসের সপ্তম ওভারে রিশাদের হাতে বল তুলে দেন লাহোর অধিনায়ক আফ্রিদি। প্রথম ওভারে মাত্র ৬ রান খরচ করেন বাংলাদেশের এই স্পিনার।
দ্বিতীয় ওভারে এসে রাইলি রুশোর উইকেট তুলে নেন রিশাদ। ওভারের শেষ বলে এই প্রোটিয়া ব্যাটারকে বোল্ড করেছেন বাংলাদেশের এই স্পিনার। আগের পাঁচ বলে ৯ রান খরচ করেন তিনি। ওভারের চতুর্থ বলে রিশাদকে মিড উইকেট দিয়ে ছক্কা মেরেছিলেন রুশো। পরের বলেই এর বদলা নিলেন রিশাদ।
এরপর জোড়া উইকেট নিয়েছেন সিকান্দার রাজা। তিনি আউট করেছেন ১৪ রান করা শোয়েব মালিক ও ১৩ রান করা আকিল হোসাইনকে। ১১তম ওভারে রিশাদ নিজের তৃতীয় ওভার করতে এসে একটু খরুচে বোলিং করেন। সেই ওভারে একটি ছক্কাসহ ৯ রান খরচ করেন। তবে শেষ ওভারে রিশাদ তুলে নেন জোড়া উইকেট। বোলইংয়ে এসে প্রথম বলেই মোহাম্মদ আমিরকে বোল্ড করেন রিশাদ।

রিশাদ লাহোর কালান্দার্সের সম্পদ: ভিসে
১৪ এপ্রিল ২৫
ফলে ১০৮ রানের মধ্যেই ৮ উইকেট হারিয়ে ফেলে কোয়েটা। সেই ওভারের চতুর্থ বলে আবরার আহমেদকে আউট করেন রিশাদ। এই স্পিনারের বলে মোহাম্মদ নাইমকে ক্যাচ দিয়ে আউট স্লগ সুইপ করতে যাওয়া আবরার। এরপর কোয়েটার ইনিংস আর বেশি লম্বা হয়নি। তাদের ইনিংস থামে ১৪০ রানেই। ফলে ৭৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাহোর।
এর আগে এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ১৭ রানেই লাহোর হারায় ওপেনার মোহাম্মদ নাইমের উইকেট। দ্বিতীয় উইকেটে আব্দুল্লাহ শফিক ও ফখর জামান যোগ করেন ৫৬ রান। শফিক ভালো শুরুর পর আউট হয়েছেন ২১ বলে ৩৭ রান করে। তৃতীয় উইকেটে ড্যারিল মিচেলকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন ফখর।
এই জুটি থেকে আসে ৪২ বলে ৭৯ রান। মিচেল ২৩ বলে ৩৭ রান করে আউট হন। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ফখর ফেরেন ৩৯ বলে ৬৭ রান করে। এরপর রাজা ৬ রান করে ফিরে গেলে একটু বিপদে পড়ে লাহোর। তবে শেষদিকে ১৯ বলে ৫০ রানের ক্যামিও খেলে লাহোরকে দুশ পেরুনো সংগ্রহ এনে দেন স্যাম বিলিংস।
শেষদিকে নেমে রিশাদ ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন। কোয়েটার বোলারদের মধ্যে আকিল হুসেইন ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান ফাহিম আশরাফ ও উসমান তারিক।