promotional_ad

টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করে ‘রিটায়ার্ড আউট’ নিয়ে মুখ খুললেন তিলক

মুম্বাইয়ের জার্সিতে তিলক বার্মা, আইপিএল
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ‘রিটায়ার্ড আউট’ হয়ে ফিরতে হয়েছিল তিলক বার্মাকে। দলের প্রত্যাশা পূরণ করতে না পারার কারণেই তাকে তুলে নিয়েছিল মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট। এমন সিদ্ধান্তের কারণে সমালোচনাও হয়েছে মুম্বাই দলের। তবে এরপর থেকেই যেন বদলে গেছেন তিলক।

promotional_ad

মুম্বাইয়ের হয়ে হাঁকিয়েছেন টানা দুই হাফ সেঞ্চুরি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। এরপর তিনি


আরো পড়ুন

১১১ রান করেও চাহালের ঘূর্ণিতে ম্যাচ জিতল পাঞ্জাব

২ ঘন্টা আগে
১১১ রান করেও চাহালের ঘূর্ণিতে ম্যাচ জিতল পাঞ্জাব, ফাইল ফটো

‘রিটায়ার্ড আউট’-এর ঘটনা নিয়ে মুখ খুলেছেন। তবে বিষয়টি মনে দাগ কেটে নেই তিলকের। দলের স্বার্থে ইতিবাচক সিদ্ধান্তই নেয়া হয়েছিল বলে বিশ্বাস তার।


তিলক বলেছেন, 'আমার কিছু মনে হয়নি। আমি বুঝতে পেরেছিলাম, দলের স্বার্থে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই ইতিবাচক ভাবে বিষয়টা দেখছি। আপনি কী ভাবে বিষয়টা ভাবছেন সেটাই আসল। আমি ইতিবাচক ভাবে দেখছি।'


promotional_ad



দল চাইলে যেকোনো জায়গায় ব্যাট করতে রাজি তিলক। দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেছেন, 'আমাকে যেখানেই ব্যাট করতে পাঠানো হোক না কেন, আমি একই মানসিকতা নিয়ে খেলতে চাই। আমিই কোচকে সে কথা জানিয়েছি। সব জায়গায় খেলতে আমি স্বচ্ছন্দ। আমি নিজের সেরাটা দিতে চাই।'


লক্ষ্ণৌয়ের বিপক্ষে সেই আলোচিত ম্যাচে শেষ সাত বলে জিততে ২৪ রান দরকার ছিল মুম্বইয়ের। সেই সময় ২৩ বলে ২৫ রান করে খেলছিলেন তিলক। এমন অবস্থায় তাকে ‘রিটায়ার্ড আউট’ করে নামানো হয় মিচেল স্যান্টনারকে। অবশ্য মুম্বাই সেই ম্যাচে হেরে যায় ১২ রানে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে মুম্বাই সেই ম্যাচে ৩৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন তিলক।


এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ বলে ৫৬ রান করেন তিলক। সেই ম্যাচেও অবশ্য হেরেছিল মুমাবি। ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই হারে ১৩ রানের ব্যবধানে। তিলকের ব্যাট থেকে সেই ম্যাচে আসে ২৯ বলে ৫৬ রানের ইনিংস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball