রিশাদকে গেম চেঞ্জার বললেন লাহোরের মালিক

ছবি: শাহীন আফ্রিদি, সামিন রানা ও রিশাদ হোসেন

যদিও রিশাদকে বাইরে রেখে খেলতে নেমে নিজেদের প্রথম ম্যাচে ইসলামাবাদের কাছে ৮ উইকেটে হেরেছিল লাহোর। এই ম্যাচের পরই টনক নড়ে ফ্র্যাঞ্চাইজিটির। তারা ডেভিড ভিসেকে বাদ দিয়ে রিশাদকে একাদশে নেয়।
আবারও রিশাদের ৩ উইকেট, লাহোরের বড় জয়
১ ঘন্টা আগে
এই লেগ স্পিনারই কোয়েটার বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। রিশাদের দারুণ বোলিংয়ে কোয়েটাকে ৭৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে শাহীন আফ্রিদির দল।
লাহোরের জন্য হুমকি হয়ে উঠেছিলেন রাইলি রুশো। এই প্রোটিয়া ব্যাটার ৪টি করে চার ও ছক্কায় ১৮ বলে ৪৪ রান তুলে ফেলেছিলেন। তাকে ফিরিয়েই উইকেট নেয়া শুরু করেন রিশাদ। এরপর আউট করেছেন মোহাম্মদ আমির ও আবরার আহমেদকে।

রিশাদ লাহোর কালান্দার্সের সম্পদ: ভিসে
১৪ এপ্রিল ২৫
এমন বোলিংয়ের পর লাহোরের কর্নধার সামিন রানার প্রশংসা পেয়েছেন রিশাদ। এক ভিডিওতে তিনি বলেন, ‘আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কী বলতে পারি...রিশাদ, আমার মনে হয় তুমি গেম চেঞ্জার (ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছ)। তুমি যেভাবে বল করেছ, তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছ যে এই দলের বোলিং আক্রমণই এবারের টুর্নামেন্টে সেরা।’
এর আগে রিশাদের প্রশংসায় মেতেছিলেন লাহোর অধিনায়ক আফ্রিদিও। তিনি বলেছিলেন, ‘আজ (কাল) আমরা পরিকল্পনাগুলো ঠিকঠাক কাজে লাগাতে পেরেছি এবং সবাই ভালো করেছে। আমরা এমন এক বোলারকে নিতে চেয়েছিলাম, যে মাঝের ওভারগুলোয় উইকেট এনে দেয়। তাই আমরা রিশাদকে নিয়েছি।’
রিশাদের সতীর্থ স্যাম বিলিংস বলেছেন, ‘আমাদের দলে কয়েকজন দক্ষ বোলার আছে। আমার মনে হয় রিশাদ এসেই যেভাবে খেলেছে, তা দারুণ। সে অসাধারণ বল করেছে, বল স্পিন করাতে চেয়েছে। এই সংস্করণে কবজির স্পিন খুব গুরুত্বপূর্ণ। ওর নেওয়া রাইলি রুশোর উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি ওর পারফরম্যান্সে খুব খুশি।’
এবারের পিএসএলে স্পিনাররা ১.৫ ডিগ্রি বাঁক পাচ্ছেন। সেখানে রিশাদ কাল ৩.১ ডিগ্রি বাঁক পেয়েছেন। যা এভারেজ টার্নের দিক দিয়ে প্রায় দ্বিগুণ। লাহোর নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার রাতে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে।