এক ওভারে বোল্টের ৬ ইয়র্কার, মুগ্ধ জয়াবর্ধনে

ফ্র্যাঞ্চাইজি লিগ
এক ওভারে বোল্টের ৬ ইয়র্কার, মুগ্ধ জয়াবর্ধনে
বোল্টকে ঘিরে ধরেছেন মুম্বাইয়ের ক্রিকেটাররা, আইপিএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিশ্ব ক্রিকেটে নিখুঁত ইয়র্কার দেয়া বোলারদের নামের তালিকা করলে উপরের দিকেই থাকবেন লাসিথ মালিঙ্গা। লঙ্কান এই কিংবদন্তি অবসরে গেছেন অনেকদিন হলো। এখন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। এবার তার দলেই খেলা ট্রেন্ট বোল্ট এক ওভারে ৬টি ইয়র্কার করে অবাক করে দিয়েছেন।

বোল্টের এমন কীর্তিতে অবাক হয়েছেন মুম্বইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনেও। তিনি স্পষ্ট জানিয়েছেন গত ১০-১২ বছরে কাউকে এমন বোলিং করতে দেখেননি। বোল্ট দিল্লির বিপক্ষে ৬টি ইয়র্কার মেরেছেন একই ওভারে। তখন ৪ ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল ৪২ রান।

ম্যাচ শেষে বোল্টের প্রশংসা করে জয়াবর্ধনে বলেন, ‘এমন একজন এমন এক কাজ করে দেখায়, সম্ভবত ১০-১২ বছরে তেমনটা কখনো করেনি। বোল্ট এক ওভারে ৬টি দুর্দান্ত ইয়র্কার ডেলিভারি করেছে। ওই ৬টি ইয়র্কার সম্ভবত আমাদের একটু হলেও এগিয়ে দিয়েছে এবং বিপক্ষ দলকে চিন্তায় ফেলে দিয়েছে। ছোট বাউন্ডারিতে যেভাবে ইয়র্কারগুলির যথাযথ প্রয়োগ করে, ভাবাই যায় না।’

এমন অবস্থাতেই ১৭তম ওভার করতে আসেন বোল্ট। প্রথম বলেই বিপরাজ নিগমকে স্লো ইয়র্কার দেন বোল্ট। সেই বলে ১ রান নেন দিল্লির এই ব্যাটার। দ্বিতীয় বলে আশুতোষ শর্মাকে নিখুঁত ইয়র্কার ডেলিভারি করেন বোল্ট। তৃতীয় বলে ফের আশুতোষকে লেগ স্টাম্পের উপর ইয়র্কার করেন এই কিউই পেসার।

চতুর্থ বলে আশুতোষকে লেগ স্টাম্পের উপরে আবারও ইয়র্কার দেন বোল্ট। সেই বল থেকে আসে আরও এক রান। পঞ্চম বলে স্টাম্পের বাইরে ইয়র্কার দেন বোল্ট যদিও মুম্বাই রিভিউ নিয়ে বলটি সঠিক প্রমাণ করে। শেষ বলটিও ছিল ইয়র্কার। সেই বলে ১ রান নেন বিপরাজ। সেই ওভারে বোল্ট খরচ করেন মাত্র ৩ রান। ফলে ৩ ওভারে ৩৯ রানের সমীকরণ আর মেলাতে পারেনি দিল্লি।

আরো পড়ুন: ট্রেন্ট বোল্ট