‘প্রমাণের কিছু নেই, মিডিয়া ঘাঁটলেই পাওয়া যায় কেন দলে নেই’
ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে লিটন বললেন, ‘দিনটা আমার ছিল।’ অথচ সবশেষ কয়েকমাস ধরেই দিন, রাত, সময় সবই তাঁর বিপক্ষে ছিল। এমনকি লিটনের সকালের শুরুটাও হয়েছিল দুঃসংবাদ পেয়ে। বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন যাবত আলোচনায় ছিলেন লিটন। কদিন আগে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়ায় আলোচনাটা আরও বেশি জোরালো হয়। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিরেই ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ওপেনার।