বিপিএলকে এগিয়ে নিতে ফ্র্যাঞ্চাইজির ফ্যানবেস চান তামিম
২০২৩ সালের আইপিএলের ফাইনালের রোমাঞ্চে হানা দিয়েছিল বৃষ্টি। চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের ফাইনাল খেলা দেখতে ভারতের বিভিন্ন রাজ্য কিংবা শহর থেকে আহমেদাবাদে এসেছিলেন দর্শকরা। তবে বৃষ্টির কারণে ফাইনাল নিয়ে যাওয়া হয় রিজার্ভ ডেতে। বিভিন্ন শহর থেকে খেলা দেখতে আসা দর্শকরা শেষ রাতের ট্রেনে করে বাড়ি ফেরার পরিকল্পনায় ছিলেন। তাই তারা হোটেল বুক করেনি। এমন অবস্থায় হোটেল বুক করার মতো অবস্থায় ছিলেন না তারা।