সবশেষ ২০২৩ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলেছিলেন আমির। এ ছাড়া চিটাগং ভাইকিংস, ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। এখনো পর্যন্ত ৩৬ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। পাকিস্তান জাতীয় দল থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন আমির।
আমিরের পাশাপাশি সাইম আইয়ুবকেও দলে নিয়েছে সিলেট। বাংলাদেশের টুর্নামেন্টে এখনো পর্যন্ত দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে বাঁহাতি ওপেনারের। দুই দলের হয়ে ৭ ম্যাচ খেলে ১০৫ রান করেছেন সাইম। একটি ম্যাচে বোলিং করলেও ছিলেন উইকেটশূন্য।
আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেলে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। কয়েক বছর পর বিপিএলে নিলামে ফেরানো হয়েছে। নিলামের আগে দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। সুযোগটা কাজে লাগিয়ে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে সিলেট।