শরিফুলের ৬ উইকেটে সুপার লিগে রূপগঞ্জ
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে হাফ সেঞ্চুরি পাওয়ার পরের চার ম্যাচে ব্যাট হাতে রানের দেখা পাননি সৌম্য সররকার। কয়েক ম্যাচ পর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮ চার ও ২ ছক্কায় ৭৯ বলে ৮০ রান করেন বাঁহাতি এই ব্যাটার। সৌম্যর এমন ব্যাটিংয়ের দিনে হাফ সেঞ্চুরি পেয়েছেন মাহমুদুল হাসান জয়ও। শেষের দিকে জাকের আলী অনিকের খেলেছেন ৪৯ রানের ইনিংস। তাদের এমন ব্যাটিংয়ের পরও তিনশ ছুঁতে পারেনি লিজেন্ডস রূপগঞ্জ।