
ফজলে রাব্বি ও সোহানের হাফ সেঞ্চুরিতে ধানমন্ডির জয়
মাহফিজুল ইসলাম রবিন, ইমতিয়াজ হোসেন ও মিজানুর রহমানের হাফ সেঞ্চুরির পরও ২৬২ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। আড়াইশ পার করা লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ধানমন্ডি স্পোর্টস ক্লাবের জয় নিশ্চিত করেছেন ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী রাব্বি এবং অধিনায়ক নুরুল হাসান সোহান। তাদের তিনজনের ব্যাটে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়ে জয় দিয়ে ডিপিএল শুরু করল ধানমন্ডি ক্লাব।