promotional_ad

আজিজুল হাকিমের সেঞ্চুরিতে গুলশানের জয়

সেঞ্চুরিতে গুলশানকে জেতালেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম, ক্রিকফ্রেঞ্জি
নাইম শেখ, শাহাদাত হোসেন দিপু, শামীম হোসেন পাটোয়ারির মতো ব্যাটারদের নিয়ে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে দাঁড়াতেই পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মেহেদী হাসান, আসাদুজ্জামান পায়েল, নিহাদ উজ জামানের বোলিংয়ের বিপক্ষে প্রাইম ব্যাংকের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। আঁটসাঁট বোলিংয়ে প্রাইম ব্যাংককে মাত্র ২০৩ রানেই আটকে দেয় গুলশান। সহজ লক্ষ্য তাড়ায় জয়টা কঠিন হওয়ার কথা ছিল না তাদের।

promotional_ad

গুলশানের জয়ের কাজটা সহজ করে দিয়েছেন জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিম। তাদের দুজনের শুরুর ব্যাটিং পাওয়া ভিতে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন গুলশানের অধিনায়ক। ১০ চার ও তিন ছক্কায় খেলেছেন ১০৫ রানের ইনিংস। আজিজুল হাকিমের এমন ব্যাটিংয়ের পাশাপাশি শেষের দিকে খালিদ হাসানের সঙ্গে গড়া জুটিতে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে তারা। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ডিপিএলের সুপার লিগে খেলতে নামবে গুলশান।


আরো পড়ুন

যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক তামিমকে দলে ভেড়ালো রংপুর

২৬ ডিসেম্বর ২৪
ম্যাচসেরার পুরষ্কার হাতে আজিজুল হাকিম তামিম, রংপুর রাইডার্স

বিকেএসপির ৪ নম্বর মাঠে জয়ের জন্য ২০৩ রান তাড়ায় গুলশানকে ভালো শুরু এনে দেন জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম। প্রাইম ব্যাংকের হাসান মাহমুদ, খালেদ আহমেদের মতো পেসারদের দারুণভাবে সামলেছেন তরুণ দুই ওপেনার। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তারা দুজনে মিলে যোগ করেন ৪৮ রান। সাবধানী ব্যাটিংয়ে গুলশানকে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা। তাদের দুজনের জমে ওঠা জুটি ভেঙেছেন নাঈম আহমেদ।


promotional_ad

ডানহাতি অফ স্পিনারকে উড়িয়ে মারার চেষ্টায় ডিপ মিড উইকেটে শাহাদাত হোসেন দিপুর হাতে ক্যাচ দিয়েছেন জাওয়াদ। ছন্দে থাকা ওপেনারকে ফিরতে হয় ৪৮ বলে ৩৩ রানের ইনিংস খেলে। একটু পর আউট হয়েছেন তিনে নামা আলিফ হাসান ইমনও। ডানহাতি উইকেটকিপার ব্যাটারও আউট হয়েছেন একইভাবে। অভিজ্ঞ নাইম ইসলাম ফিরেছেন ১৭ বলে ৫ রান করে। তাদের আসা-যাওয়ার মিছিলে ৫৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আজিজুল হাকিম।


আরো পড়ুন

ডিপিএলের সন্দেহজনক আউট নিয়ে তদন্তে বিসিবি

১০ এপ্রিল ২৫
মিনহাজুল আবেদিন সাব্বিরের সন্দেহজনক আউট, ভিডিও থেকে

পরবর্তীতে খালিদকে সঙ্গে নিয়ে গুলশানকে টানতে থাকেন বাঁহাতি এই ব্যাটার। পঞ্চাশ ছোঁয়ার পরও নিজের স্বাভাবিক ব্যাটই করে যাচ্ছিলেন গুলশানের অধিনায়ক। দারুণ ব্যাটিংয়ে ডিপিএলে চলতি আসরে নিজের প্রথম সেঞ্চুরিও পেয়েছেন তিনি। দলকে জয়ের খুব কাছে নিয়ে আজিজুল হাকিম আউট হয়েছেন ১০৫ রানের ইনিংস খেলে। দলের রান যখন দুইশ তখন ৩৮ রানে ফিরেছেন খালিদ। পরবর্তীতে গুলশানের জয় নিশ্চিত করেন সাকিব শাহরিয়ার ও ফরহাদ রেজা।


টস জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রাইম ব্যাংক। ভালো শুরু পাওয়া সাব্বির হোসেন আউট হয়েছেন ২২ রানে। আরেক ওপেনার নাইম ফিরেছেন ৩৬ রানের ইনিংস খেলে। দিপু, শামীম, জাকির হাসানরা ব্যর্থ হলে দলের হাল ধরেন ইরফান শুক্কুর ও সাজ্জাদুল হক রিপন। সাবধানী ব্যাটিংয়ে অধিনায়ক ইরফান ৪৩ রানে ফিরলেও ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন সাজ্জাদুল। গুলশানের হয়ে মেহেদী তিনটি উইকেট নিয়েছেন মেহেদী। দুটি করে উইকেট পেয়েছেন নাইম, আসাদুজ্জামান ও নিহাদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball