ডিপিএলের সন্দেহজনক আউট নিয়ে তদন্তে বিসিবি

ছবি: মিনহাজুল আবেদিন সাব্বিরের সন্দেহজনক আউট, ভিডিও থেকে

ঘটনাটি ঘটে ৯ এপ্রিল (বুধবার) বিকেএসপিতে হওয়া গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুরের ম্যাচে। ইনিংসের ৩৬তম ওভারে নিহাদ উজ জামানের লেংথ ডেলিভারিতে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন রহিম। তবে বাঁহাতি স্পিনারের টার্নে পরাস্ত হয়েছেন তিনি। যদিও নিহাদের সেই ডেলিভারিটা খেলার চেষ্টাও করেননি সেভাবে। বল অনেকটা দূরে রেখে উইকেট থেকে বেরিয়ে এসে ডিফেন্স করার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
মজিদের সেঞ্চুরিতে শাইনপুকুরকে হারাল রূপগঞ্জ
১২ ঘন্টা আগে
সবচেয়ে অবাক করা ঘটনা ঘটেছে শেষের উইকেটে। গুলশানের ১৭৮ রানের জবাবে জয়ের পথেই ছিল শাইনপুকুর। ম্যাচ জিততে হলে শেষ ৭ ওভারে প্রয়োজন ছিল ৭ রান। যদিও হাতে উইকেট ছিল মাত্র একটি। এমন অবস্থায় ৪৪তম ওভারে অভিজ্ঞ নাইম ইসলামের হাতে বল তুলে দেন অধিনায়ক আজিজুল হক তামিম। ডানহাতি অফ স্পিনার যখন বোলিং করার প্রস্তুতি নিচ্ছিলেন তখন উইকেটের পেছন থেকে আলিফ হোসেন ইমন বলেন, ‘‘নাইম ভাই, সুযোগ নিতে পারে।’
সতর্কবার্তা পেয়ে ডাউন দ্য উইকেটে আসা মিনহাজুলের বিপক্ষে অফ স্টাম্পের অনেকটা বাইরে বল করেছিলেন নাইম। অনেকটা বাইরে হওয়ায় বল খেলার চেষ্টাই করেননি তিনি। বেশ খানিকটা বেরিয়ে আসায় নিজের উইকেট বাঁচাতে হাঁটু গেঁড়ে ব্যাট পেতে দেয়ার চেষ্টা করেন মিনহাজুল। বল গ্লাভসবন্দী করলেও প্রথম চেষ্টায় স্টাম্প ভাঙতে পারেননি আলিফ। ফলে পপিং ক্রিজে ব্যাট রাখার জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন মিনহাজুল।

পেছন ফেরে ব্যাট পপিং ক্রিজে ভেতরে রাখার সুযোগ পেয়েও সেটা না করে বাইরে ফেলেন তিনি। ফলে দ্বিতীয় চেষ্টায় ডানহাতি ব্যাটারকে স্টাম্পিং করেন আলিফ। শাইনপুকুরকে ৫ রানে হারিয়ে ডিপিএলের সুপার লিগ খেলা নিশ্চিত করে গুলশান। যার ফলে মিনহাজুল ও রহিমের সন্দেহজনক আউট নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হয়েছে। যা নিয়ে খোদ বিসিবিও তদন্তে নামছে।
এক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিসিবি নতুন করে খেলার সততা ও নৈতিকতার মানদণ্ড, সবকিছুর ওপরে রাখার প্রতিশ্রুতির কথা জানাচ্ছে। কোনো ধরনের দুর্নীতি ও খেলার স্পিরিটকে ক্ষুণ্ন করে, এমন কোনো ঘটনার বিষয়ে জিরো টলারেন্স নীতি আছে বিসিবির।’
‘বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট ও লিগের টেকনিক্যাল কমিটি একটি তদন্ত শুরু করেছে ম্যাচে কোনো অনিয়ম হয়েছে কি না, তা দেখতে। সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে খেলায় সততা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করে বিসিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
ইতোমধ্যে তদন্তে নেমে পড়েছে বিসিবি। সেই কাজের অংশ হিসেবেই শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ক্যামেরার সামনে নিজের আউটের ধরন দেখাচ্ছিলেন কর্মকর্তাদের। যদি নিজের জবানবন্দি ও ব্যাখ্যার দ্বার বিসিবিকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে ভালো। এমনটা না হলে শাস্তির মুখে পড়তে হতে পারে শাইনপুকুরের ব্যাটারকে।