অমিত-ইমরানুজ্জামানের জুটির সেঞ্চুরিতে অগ্রণীর জয়
পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় দল-বদলের টোকেন তুলে রাখার পরও নতুন ঠিকানা খুঁজে পাচ্ছিলেন না লিটন দাস। তবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর একদিন আগে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে রাজী হয়েছিলেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। দল পেলেও প্রথম ম্যাচে পাওয়া যায়নি তাকে। গুলশানের দ্বিতীয় এবং নিজের প্রথম ম্যাচে লিটন আউট হয়েছিলেন ১৪ রানে। ডিপিএলের তৃতীয় রাউন্ডে এসেই অবশ্য ছন্দে ফিরেছেন লিটন।