promotional_ad

তামিমের সেঞ্চুরিতে জিতল মোহামেডান

সেঞ্চুরিতে মোহামেডানের জয়ের নায়ক তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি
নিজের নবম ওভারে তামিম ইকবালকে কিছুটা চাপেই রেখেছিলেন শহিদুল ইসলাম। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কও ঝুঁকি নিতে চাইছিলেন না। তবে প্রথম চার বল ডট দেয়ার পর শহিদুলকে আর সুযোগ দিলেন না তামিম। বাঁহাতি স্পিনারের গুড লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে ওয়াইড লং অনে দিয়ে ছক্কা মেরেছেন তিনি। চিরচেনা শটে তামিম সেঞ্চুরি পেয়েছেন ১০৩ বলে।

promotional_ad

মোহামেডানের অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১২ বলে ১২৫ রানের ইনিংস খেলে। ১১ চারের সঙ্গে ৫ ছক্কাও মেরেছেন বাঁহাতি এই ওপেনার। পারটেক্সের স্পোর্টিং ক্লাবের দেয়া ২১৯ রানের লক্ষ্য তাড়ায় তামিমের সেঞ্চুরির পাশাপাশি তাওহীদ হৃদয় ৩৭ এবং মুশফিকুর রহিম অপরাজিত ৩৫ রান করেছেন। পারটেক্সকে ৭ উইকেটে হারিয়ে টানা দুই ম্যাচে জয়ের দেখা পেল মোহামেডান।


আরো পড়ুন

তামিমের ব্যর্থতার দিনে মোহামেডানকে জেতালেন হৃদয়-অঙ্কন

৬ মার্চ ২৫
মোহামেডানের জয়ের নায়ক মাহিদুল ইসলাম অঙ্কন  ও তাওহীদ হৃদয়কে অভিবাদন জানাচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে জয়ের জন্য ২১৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি তাদের। ইনিংসের দ্বিতীয় ওভারে মোহর শেখের অফ স্টাম্পের অনেকটা বাইরের ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে আদিলকে ক্যাচ দিয়েছেন রনি তালুকদার। ডানহাতি ওপেনারের ব্যাট থেকে এসেছে ৯ রান। পাওয়ার প্লেতে অবশ্য সুবিধা করে উঠতে পারেনি তারা। 



promotional_ad

আর কোনো উইকেট না হারালেও ২৯ রানের বেশি তুলতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন ও তামিম। এদিকে তিনে নেমে সুবিধা করতে পারেননি অঙ্কন। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলা অঙ্কন পারটেক্সের বিপক্ষে আউট হয়েছেন মাত্র ৬ রানে। জাওয়াদ রোয়েনের বলে শহিদুলের হাতে ক্যাচ দিয়েছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। 


আরো পড়ুন

বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলা হচ্ছে না তামিমের

২ মার্চ ২৫
ডিপিএল শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

১৫.১ ওভারে পঞ্চাশ ছোঁয়া মোহামেডানের একশ হয়েছে ২৪.২ ওভারে। ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ৬৫ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন তামিম। চারে নেমে ভালো শুরু পেলেও হাফ সেঞ্চুরি করা হয়নি হৃদয়ের। নাঈম ইসলাম জুনিয়রের বলে আউট হওয়ার আগে ৩৭ রান করেছেন। পরবর্তীতে চলতি ডিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি করেছেন তামিম। বাঁহাতি ওপেনারকে সঙ্গ দেয়া মুশফিক অপরাজিত ছিলেন ৩৫ রানে। ম্যাচসেরা হয়েছেন তামিম। 



দিনের শুরুতে ব্যাটিং করতে নেমে ২১৮ রানে অল আউট হয় পারটেক্স। তাদের হয়ে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেছেন আহরার আমিন। এ ছাড়া জাওয়াদ ৪২ ও জয়রাজ শেখ ৩৮ রান করেছেন। মোহামেডানের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। আরেক স্পিনার নাসুম আহমেদের শিকার ৩ উইকেট। এ ছাড়া পেসার মোহাম্মদ সাইফউদিাদন পেয়েছেন ‍দুটি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball