কোহলির বেঙ্গালুরুর হয়ে ২০২৬ আইপিএলে খেলতে চান আমির
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান মোহাম্মদ আমির। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান এই পেসার।
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান মোহাম্মদ আমির। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান এই পেসার।
‘টাইমড আউট’ হয়েছেন সাউদ শাকিল। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে সপ্তম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হয়েছেন তিনি। পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্রেসিডেন্ট ট্রফির ফাইনালের দ্বিতীয় দিন এমন অভিজ্ঞতা হয় স্টেট ব্যাংকের হয়ে খেলা শাকিলের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে না পারলেও নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে একই সফরের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে পাকিস্তানের তারকা দুই ক্রিকেটাররকে। এশিয়া কাপ ও বিশ্বকাপকে ভাবনায় রেখে ও ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণদের সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আকিব জাভেদ।
২০২৪ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের নির্বাচক কমিটির দায়িত্ব ছাড়লেও পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন মোহাম্মদ ইউসুফ। কয়েক মাসের ব্যবধানে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পেলেন তিনি। নিউজিল্যান্ড সফরে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন ইউসুফ।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে দেশটির ক্রিকেটে বইছে পরিবর্তনের হাওয়া। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে চলেছে পাকিস্তান। এর আগে তারা বদলে ফেলেছে টি-টোয়েন্টি অধিনায়ক।
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ হেরেছিলেন মোহাম্মদ রিজওয়ান। দুই সিরিজে ৫ ম্যাচের একটিতেও জয়ের দেখা পাননি তিনি। এমন পারফরম্যান্সে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রিজওয়ান, এমন গুঞ্জন ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত তাকে সরিয়ে সালমান আলী আঘাকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। এবার ঘরের মাঠে শিরোপা ধরে রাখার মিশনে নেমেছিল মোহাম্মদ রিজওয়ানের দল। এই টুর্নামেন্টে টানা দুই ম্যাচে হারের পর একটি ম্যাচ বৃষ্টির পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট নিয়ে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। এই টুর্নামেন্টের আয়োজকরাই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষেও হেরেছে তারা। এরপর বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ ম্যাচটি হয়েছে পরিত্যক্ত।
হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়েছিল। এক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। এবার এমন মন্তব্যে ঘি ঢেলে দিলেন ইনজামাম উল হক। ক্রিকেট বিশ্বকে আইপিএল বর্জন করতে বলছেন তিনি।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কয়েকটি ম্যাচেই বাগড়া দিয়েছে বৃষ্টি। বৈরি আবহাওয়ার কারণে সম্পূর্ণ ভেস্তে গেছে দু’টি ম্যাচও। সেই দুটি ম্যাচের টিকিটের টাকা সমর্থকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মাঠের ক্রিকেটে পাকিস্তানের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। এরপর সহ্য করতে হচ্ছে অনেকের খোঁচা। এবার পাকিস্তান দলকে নিজের লক্ষ্যবস্তু বানালেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজ থেকে বিশ্রাম নেয়ার কথা ভাবছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের মতো ক্রিকেটাররা। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাদ পড়ার ‘ভয়ে’ নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম চাইতে পারেন তারকা ক্রিকেটাররা।