বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সিরিজ জয় উৎসর্গ করল বাংলাদেশ

ছবি: ক্রিকফ্রেঞ্জি

২১ জুলাই দুপুর নাগাদ রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়ন করে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান। উড্ডয়নের কিছুক্ষণ পরই উত্তরার দিয়াবাড়ি অঞ্চলের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। যার ফলে এখন পর্যন্ত এখন পর্যন্ত শিশুসহ ২৮ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৬৮ জন।
‘বাংলাদেশ পাকিস্তানকে আয়না দেখিয়ে দিলো’
৩০ মিনিট আগে
উত্তরার এমন দুর্ঘটনায় শোক প্রকাশে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ মঙ্গলবার বিসিবির তত্ত্বাবধানে থাকা সব মাঠের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এ ছাড়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে সব ধরনের গান বাজনাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তারা। যা পুরোপুরি পালনও করেছে বিসিবি। পাশাপাশি টসের সময় দুই দলের অধিনায়ক ওই ঘটনা নিয়ে কিছু বলার চেষ্টা করেছেন।

ম্যাচ শুরুর আগে বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি দুই দলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালসরা কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে প্রথমবার তাদের বিপক্ষে একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সেই জয় লিটনরা উৎসর্গ করেছেন দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য।
নাকভির সঙ্গে সিরিজ বাড়ানো নিয়ে কথা বলবেন বুলবুল
১০ ঘন্টা আগে
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ প্রসঙ্গে লিটন বলেন, ‘আমরা জানি, গতকাল যে দুর্ঘটনাটা ঘটেছে, আমাদের সবার জন্য হৃদয়বিদারক। এই সিরিজ জয়টি মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের জন্য। আমরা জানি, যারা মারা গেছে তাদের শূন্যতা পূরণ করা যাবে না। আমাদের জায়গা থেকে, এই সিরিজ জয়টি তাদের জন্য।’
মিরপুরে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শেখ মেহেদী ও জাকের আলী অনিকের ব্যাটে ১৩৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। যদিও পরবর্তীতে ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি ও আহমেদ দানিয়াল মিলে জয়ের আশা জাগিয়েছিলেন। তবে শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মেহেদী ও মুস্তাফিজুর রহমানদের বোলিংয়ে জয় পায় বাংলাদেশ।