
গেইলকে ছাড়িয়ে সেঞ্চুরিতে ভারতকে সিরিজ জেতালেন রোহিত
ব্যাটে রান না থাকায় বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের একাদশ থেকে নিজেকেই বাদ দিয়েছিলেন রোহিত শর্মা। রঞ্জি ট্রফিতেও রানের দেখা মেলেনি ভারতের অধিনায়কের ব্যাটে। চ্যাম্পিয়ন্স ট্রফির ‘প্রস্তুতি’ সিরিজের প্রথম ম্যাচেও ব্যর্থ ডানহাতি ওপেনার। সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকায় রোহিতকে ঘিরে সমালোচনা ক্রমশই বেড়েই চলছিল। ভারতের অধিনায়ক অবশ্য জবাবটা দিলেন দারুণ এক সেঞ্চুরিতে।