ইংল্যান্ডের ‘স্পেশাল স্কিলস কনসালটেন্ট’ নিউজিল্যান্ডের সাউদি

ছবি: ইংল্যান্ডের স্পেশাল স্কিলস কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন টিম সাউদি, ইসিবি

২০০৮ সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো নিউজিল্যান্ড টেস্ট দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন সাউদি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কিউইদের হয়ে ১০৭ টেস্টে নিয়েছেন ৩৯১ উইকেট। টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ডানহাতি পেসারের চেয়ে বেশি উইকেট আছে কেবল স্যার রিচার্ড হ্যাডলির।
ইংল্যান্ডের পেস বোলিং কোচ হচ্ছেন সাউদি
১ মে ২৫
সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার নিয়েছিলেন ৪৩১ উইকেট। তিন সংস্করণ মিলে ৩৯৪ ম্যাচে ৩৪ হাজার ৩১৮ বল করেছেন সাউদি। কিউইদের সাবেক পেসার নিয়েছেন ৭৭৬ উইকেট। নিউজিল্যান্ডকে অপ্রতিরোধ্য করে তোলার পেছনে দারুণভাবে অবদান রেখেছেন তিনি। রঙিন ক্যারিয়ারের ইতি টেনেছেন সেই ইংল্যান্ডের বিপক্ষেই, হ্যামিলটনে।

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tim Southee joins England set-up as 'special skills consultant'</p>— Mominul Islam (@MominulCric) <a href="https://twitter.com/MominulCric/status/1922988224382648522?ref_src=twsrc%5Etfw">May 15, 2025</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
তিন নতুন মুখ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড
১৪ মে ২৫
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাচ্ছেন সাউদি। চলতি বছরের জানুয়ারিতে খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে অ্যান্ডারসনের এক বছরের চুক্তিতে কোচিংয়ে যুক্ত হওয়ার সুযোগ মিলেছে সাউদির। ব্রেন্ডন ম্যাককালামের পরামর্শে সাউদির সঙ্গে যোগাযোগ করে ইসিবি।
নিউজিল্যান্ডের হয়ে ১৭০টি ম্যাচে একসঙ্গে খেলেছেন ম্যাককালাম ও সাউদি। যেখানে ৭৮ ম্যাচে কিউই পেসারের অধিনায়ক ছিলেন ম্যাককালাম। এ ছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের হয়ে ড্রেসিং রুম শেয়ার করেছেন তারা দুজন। এমনকি সাউদির বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের ক্রিকেটারদের স্বাক্ষর সম্বলিত রেড ওয়াইন বোতল উপর দিয়েছিলেন ম্যাককালাম।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়েই ইংল্যান্ডের হয়ে নতুন চাকরি শুরু করবেন সাউদি। পরবর্তী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও কাজ করবেন তিনি। দ্য হান্ড্রেডের আগামী মৌসুমে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলবেন সাউদি। ফলে ভারতের বিপক্ষে ওভাল টেস্ট শেষে বার্মিংহামের সঙ্গে যোগ দেবেন নিউজিল্যান্ডের সাবেক এই পেসার।