গুজরাটের সঙ্গে যোগ দিচ্ছেন বাটলার-কোয়েতজি

ছবি: জস বাটলার ও জেরাল্ড কোয়েতজি, আইপিএল

শঙ্কা ছিল জস বাটলারসহ ইংল্যান্ডের আরও ৪ ক্রিকেটার নিয়ে। তবে জানা গেছে গুজরাটের হয়ে মাঠে নামতে ভারতে আসছেন বাটলার। তাকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই সিরিজটি শুরু হবে ২৯ মে থেকে।
বৃষ্টির নাটক ছাপিয়ে গুজরাটের শ্বাসরুদ্ধকর জয়
৭ মে ২৫
গুজরাটের অন্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে রশিদ খান, শেরফানে রাদারফোর্ড, কাগিসো রাবাদা এবং করিম জানাত বাকি স্কোয়াডের সঙ্গে ভারতেই অবস্থান করেছেন। ফলে তাদেরকে পাচ্ছে দলটি। বর্তমান পয়েন্ট টেবিলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট।

আগামী ১৮ মে তারা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে। এরপর ২৫ মে তারা মাঠে নামবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। দুটি ম্যাচই তারা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম অর্থাৎ নিজেদের ঘরের মাঠে খেলবে। দলটির প্লে অফে ওঠা প্রায় নিশ্চিত হয়েই গেছে। তবে বাটলারকে তারা ফাইনাল পর্যন্ত পাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
১৪ মে দলের সঙ্গে যোগ দেবেন সাউথ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েতজিও। এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে। সোমবার আইপিএলের বাকি ১৩টি গ্রুপ পর্বের ম্যাচ ও প্লে অফের সূচি ঘোষণা করেছে আয়োজকরা। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন।