বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি ক্রিকেটের পরের বিশ্বকাপটা হবে ভারত ও শ্রীলঙ্কায়, ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে। ২০ দলের বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতিতে কোন ছাড় দিচ্ছে না নিউজিল্যান্ড। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে কিউইরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।