জোড়া সেঞ্চুরির ম্যাচে পান্তকে তিরস্কার করল আইসিসি

আন্তর্জাতিক
জোড়া সেঞ্চুরির ম্যাচে পান্তকে তিরস্কার করল আইসিসি
জোড়া সেঞ্চুরির ম্যাচে ঋষভ পান্তকে তিরস্কার করল আইসিসি, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
হেডিংলি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন ঋষভ পান্ত। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভাঙায় তাকে তিরস্কার করেছে আইসিসি। পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্টও।

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানায় আইসিসি। সেখানে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেটে আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করেছেন পান্ত। এই ধারায় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।

ঘটনাটি ঘটে টেস্টের তৃতীয় দিনে, ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬১তম ওভারে। বলের অবস্থা নিয়ে আম্পায়ারের সঙ্গে আলোচনায় যান পান্ত। ভারতের পক্ষ থেকে বল পরিবর্তনের অনুরোধ জানানো হলেও তা মঞ্জুর হয়নি।

অস্বীকৃতির পর মেজাজ হারান পান্ত। মাঠেই আম্পায়ারের সামনে বল মাটিতে ছুঁড়ে মারেন তিনি। এই আচরণই পরবর্তীতে শাস্তির কারণ হয়। অন-ফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি ও পল রাইফেল ঘটনা সম্পর্কে রিপোর্ট দিলে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পান্তকে তিরস্কার করেন।নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন পান্ত, ফলে আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটিতে প্রথম ইনিংসে ১৩৪ ও দ্বিতীয় ইনিংসে ১১৮ রানের ইনিংস খেলেন পান্ত। টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে এক ম্যাচে দুই সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।

ভারতের প্রথম ইনিংস থামে ৪৭১ রানে। জবাবে ইংল্যান্ড তোলে ৪৬৫। দ্বিতীয় ইনিংসে ভারত করে ৩৬৪ রান, ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭১ রানের। চতুর্থ দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। শেষ দিনে তাদের প্রয়োজন আরও ৩৫০ রান।

আরো পড়ুন: ঋষভ পান্ত