বিজয় কেন পারছেন না, কোচকে প্রশ্ন করুন: বুলবুল
বিশ্ব ক্রিকেটে এমন অনেক ক্রিকেটার আছেন যারা ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েও আন্তর্জাতিক ক্রিকেট নিজেদের মেলে ধরতে পারেন না। এনামুল হক বিজয়ও সেই ক্রিকেটারদের কাতারে নাম লেখাবেন কিনা তা এখনই বলে দেয়ার সুযোগ নেই। ডানহাতি ওপেনার বিজয় ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও এক যুগের ক্যারিয়ারেও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি।