আবারও আঙুলে চোট, পর্যবেক্ষণে শান্ত

আঙুলে চোট পেয়ে কাঁতরাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি
শ্রীলঙ্কায় পৌঁছানোর পর প্রথম দিনের অনুশীলনেই আঙুলে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আঙুলে ব্যান্ডেজ নিয়েই গল টেস্টে খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। সিরিজের দ্বিতীয় টেস্টের আগেও আঙুলে চোট পেলেন বাঁহাতি এই ব্যাটার। স্লিপ ক্যাচের অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। ফলে পর্যবেক্ষণে থাকতে হচ্ছে শান্তকে।

promotional_ad

কলম্বোতে যাওয়ার পর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথমবার অনুশীলন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলনের জন্য মাঠে এসেই বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শান্ত। সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে অনুশীলনে যোগ দেন বাংলাদেশের অধিনায়ক। অনুশীলনে স্লিপে ক্যাচ নেয়ার অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পান তিনি।


আরো পড়ুন

পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে

৬ জুলাই ২৫
আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্ত

আঙুলে চোট পাওয়ার পর ওই সেশনে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করেননি শান্ত। আপাতত টিম ম্যানেজমেন্ট ও চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বাংলাদেশের অধিনায়ক। বাঁহাতি ব্যাটারের চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। ২৫ জুন থেকে শুরু হতে যাওয়ার আগ পর্যন্ত শান্ত পর্যবেক্ষণেই থাকবেন বলে ধারণা করা হচ্ছে।


promotional_ad



আরো পড়ুন

বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি

১১ ঘন্টা আগে
বিসিবি

গল টেস্টের আগেও আঙুলে চোট পেয়েছিলেন শান্ত। সেই সময় চোট নিয়েই সিরিজের প্রথম টেস্ট খেলেছিলেন তিনি। যেখানে প্রথম ইনিংসে ১৪৮ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১২৫ রানে। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে গলে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন শান্ত।


বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দুবার একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন বাঁহাতি ব্যাটার। এর আগে ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষেও একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন তিনি। শান্ত ছাড়া একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি আছে মুমিনুলের। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ ও ১০৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball