বাংলাদেশের ২০ উইকেট নিতে চায় শ্রীলঙ্কা

আন্তর্জাতিক
বাংলাদেশের ২০ উইকেট নিতে চায় শ্রীলঙ্কা
গণমাধ্যমে কথা বলছেন ধনঞ্জয়া ডি সিলভা, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গল টেস্টে ড্র করলেও কলম্বো টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করতে চায় শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন এমনটাই নিশ্চিত করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। কলম্বোতে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে বিশাল সংগ্রহ তুলতে চান শ্রীলঙ্কার অধিনায়ক।

বাংলাদেশের ২০ উইকেটও নিতে চায় শ্রীলঙ্কা। গলের মতো কলম্বোতেও স্পিনারদের দাপট থাকবে বলে মনে করছেন ধনঞ্জয়া। তবে শেষ দুইদিনের আগে উইকেট কিছুটা ফ্ল্যাট হবে বলেই বিশ্বাস তার।

ম্যাচের আগের দিন গণমাধ্যমে ধনঞ্জয়া বলেন, 'আমার মিডিয়ায় এমনটা আগেও বলেছি, এটা হবে একটি ফ্ল্যাট উইকেট। সাধারণত এমন উইকেটেই খেলা হয়, কারণ শেষ দুই দিনে বল একটু টার্ন করে। আমি মনে করি একটু স্পিন থাকবে, হয়তো শেষ দিকে এসে সেটা আরও দেখা যাবে। তাই এটার জন্য প্রস্তুতি নিতে হবে।'

'আমি এখন যেমন বলছি, প্রথম ইনিংসে রান করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রথম ইনিংসে বড় রান করতে পারেন, তাহলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা যাবে এবং ২০ উইকেট নিয়ে টেস্ট ম্যাচ জেতা সম্ভব হবে।'

তবে কাজটা যে সহজ হবে না সেটি ভালোভাবেই জানেন ধনঞ্জয়া। গল টেস্টে ৪৫ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ম্যাচ বের করে ফেলে বাংলাদেশ।

শান্ত করেন ২৭৯ বলে ১৪৮ রান। ৩৫০ বলে ১৬৩ রান করেন মুশফিক। ৯০ রানের ইনিংস খেলেন লিটন দাস। প্রথম ইনিংসে ৪৯৫ রান তুলে ম্যাচে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। শান্ত-মুশফিকের সামর্থ্যের প্রশংসা আলাদাভাবে করেছেন ধনঞ্জয়া।

তিনি আরো বলেন, 'তারা একটি আন্তর্জাতিক মানের দল এবং তারা শেষ কয়েকটি সিরিজে ভালো খেলেছে। এমন উইকেটে আপনাকে সর্বোচ্চটা বের করে আনতে হয়। শান্ত ও মুশফিক সেটা পেরেছেন।'

'কিন্তু আমরা শুরুতেই ভালো ব্রেক থ্রু পাই, ৪০ (আসলে ৪৫) রানে ৩ উইকেট নিই। এরপর তাদের ব্যাটাররা ভালো ব্যাট করেছে এবং প্রয়োজনীয় রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে।'

আরো পড়ুন: ধনঞ্জয়া ডি সিলভা