এশিয়া কাপের আগে কাল শুরু বাংলাদেশের ‘প্রি টেস্ট’
চা-বাগানের ছোট-বড় টিলাঘেঁষা স্টেডিয়াম! প্রকৃতি আর সৌন্দর্যে বিমোহিত হওয়ার জন্য যা প্রয়োজন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছে সবই। প্রেসবক্সে দাঁড়িয়ে সামনে তাকালে ঠিক বায়ে গ্রিন হিল গ্যালারি, ডান পাশে ছাউনী দিয়ে সাজানো চেয়ার। নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে চারটা উইকেট উন্মুক্ত করে দেয়া হয়েছে। সেন্টার উইকেটের দুই পাশে অনুশীলনের জন্য ছেড়ে দেয়া হয়েছে দুইটা উইকেট। একেবারে ডান পাশের উইকেটে লম্বা সময় ধরেই ব্যাটিং করছিলেন পারভেজ হোসেন ইমন।