ইংল্যান্ড সফরের বাংলাদেশ যুব দল ঘোষণা

ছবি: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আসন্ন এই সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই সিরিজেও বাংলাদেশের যুবাদের নেতৃত্ব দেবেন আজিজুল। আর নিয়মিত ক্রিকেটারদের মধ্যে প্রায় সবাই আছেন। স্ট্যান্ডবাই পাঁচজন ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ।
ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপেই মূল চ্যালেঞ্জ দেখছেন হ্যাজেলউড
১৪ ঘন্টা আগে
স্ট্যান্ড বাই হিসেবে সুযোগ পেয়েছেন আহমেদ শহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শহরিয়ার আজমির, রাফি উজ্জামান রাফি ও মো. সবুজ। আগামী ৫ সেপ্টেম্বর লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রথম একদিনের ম্যাচ।
একই মাঠে ৭ সেপ্টেম্বর হবে দ্বিতীয় একদিনের খেলা। ব্রিস্টলের সিট ইউনিক মাঠে হবে তৃতীয় ম্যাচ, ১০ সেপ্টেম্বর। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর। শেষের দুই ম্যাচ হবে বেকেনহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলে দেশে ফিরবেন বাংলাদেশের যুবারা।
বাংলাদেশ স্কোয়াড-

এশিয়া কাপের আগে কাল শুরু বাংলাদেশের ‘প্রি টেস্ট’
১ ঘন্টা আগে
জাওয়াদ আবরার,আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলীন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন ও ফারহান শহরিয়ার।
স্ট্যান্ড বাই-
আহমেদ শহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শহরিয়ার আজমির, রাফি উজ্জামান রাফি, মো. সবুজ
ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচিঃ—
ম্যাচ | তারিখ | ভেন্যু |
প্রথম একদিনের ম্যাচ | ৫ সেপ্টেম্বর | লাফবোরো |
দ্বিতীয় একদিনের ম্যাচ | ৭ সেপ্টেম্বর | লাফবোরো |
তৃতীয় একদিনের ম্যাচ | ১০ সেপ্টেম্বর | ব্রিস্টল |
চতুর্থ একদিনের ম্যাচ | ১২ সেপ্টেম্বর | বেকেনহাম |
পঞ্চম একদিনের ম্যাচ | ১৪ সেপ্টেম্বর | বেকেনহাম |