২-৩ দিনের মধ্যে ঘরে ফিরবেন তামিম
গত ২৫ মার্চ সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। দেশসেরা এই ওপেনার বর্তমানে সেখানেই চিকিৎসা নিচ্ছেন । দুই-তিন দিন পর ঘরে ফিরবেন তিনি।
গত ২৫ মার্চ সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। দেশসেরা এই ওপেনার বর্তমানে সেখানেই চিকিৎসা নিচ্ছেন । দুই-তিন দিন পর ঘরে ফিরবেন তিনি।
স্বাধীনতা দিবস ক্রিকেটে বরাবরের মতো এবারও মাঠে নেমেছিল বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। সেই লড়াইয়ে জয় পেয়েছে আকরাম খানের লাল দল। তারা ২৭ রানে হারিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর সবুজ দলকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বল হাতে আলো ছড়িয়েছেন হারিস রউফ। আর তাতেই ওয়ানডে দলের দরজা খুলে গেছে এই পেসারের। শুরুতে তাকে এবং শাহীন আফ্রিদিকে বাদ দিয়েই ওয়ানডে দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গতকাল সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন তামিমের বিপিএলের দল ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তামিমকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পর প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় ফিল সিমন্সকে। প্রাথমিকভাবে তার সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করা হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে মার্চের শুরুর দিকে। তবে এই ক্যারিবিয়ান কোচের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হার্ট অ্যাটাক করে হাসপাতালের বিছানায় তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে টসের পর অসুস্থ হয়ে পড়েন এই ওপেনার। একবার পরীক্ষা নিরীক্ষার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় সাভারের কেপিজে হাসপাতালে।
লিটন দাস ও আজিজুল হক তামিমের হাফ সেঞ্চুরিতে বড় পুঁজির স্বপ্ন দেখলেও শেষের ব্যাটারদের ব্যর্থতায় ২৮১ রানের বেশি করতে পারেনি গুলশান ক্রিকেট ক্লাব। ভালো শুরুর পর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও গাজী ক্রিকেটার্সের হয়ে হাল ধরেন এনামুল হক বিজয়। ডিপিএলের চলমান আসরে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়ার সঙ্গে অপরাজিত ছিলেন ১৪৪ রানের ইনিংস খেলে। বিজয়ের সেঞ্চুরিতে ৪ উইকেটের জয় পেয়েছে গাজী ক্রিকেটার্স।
২২৬ রানের লক্ষ্য তাড়ায় ৬২ রানেই ৫ উইকেট নেই পারটেক্স স্পোর্টিং ক্লাবের। আহরার আমিন পিয়ান ও আলাউদ্দিন বাবুর মতো ব্যাটার থাকলেও ম্যাচ জেতার কাজটা সহজ ছিল না তাদের জন্য। একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হলেও পারটেক্সকে পথ দেখিয়েছেন আহরার আমিন ও আলাউদ্দিন। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন জাগলেও শেষ পর্যন্ত সেটা হতে দেননি ব্রাদার্স ইউনিয়নের বোলাররা। পারটেক্স ১৯৬ রানে অল আউট হয় ব্রাদার্স ম্যাচ জিতে নিয়েছে ২৯ রানে।
সামিউন বশির রাতুলের লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন একেএম হুসনা হাবিব মেহেদী। ব্যাটে-বলে হলেও টাইমিংয়ে গড়বড় হওয়ায় আউট সাইড এজ হয়ে শর্ট থার্ডম্যানে তানভীর ইসলামের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। হুসনা হাবিবকে ফিরিয়ে ডিপিএলে নিজের অভিষেক ম্যাচেই বাঁহাতি স্পিনে ৫ উইকেট নিয়েছেন রাতুল। বোলিংয়ে এমন ঝলক দেখানোর আগে ব্যাট হাতেও খেলেছেন ৪০ রানের ইনিংস। রাতুল, তানভীরের স্পিনের পাশাপাশি হাফ সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিক।
হার্ট অ্যাটাক হয়ে খানিকটা চিকিৎসা নেয়ার পর এই প্রথমবারের মতো ভক্তদের উদ্দেশে মুখ খুলেছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে ভক্তদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে মহান আল্লাহতা’আলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
হার্ট অ্যাটাক করে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন তামিম ইকবাল। লম্বা সময়ের সতীর্থ ও বন্ধুর জন্য ২৪ মার্চই সবার কাছে দোয়া চেয়েছিলেন সাকিব আল হাসান। এবার ছেলের অসুস্থ বন্ধুকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা ও মা শিরিন শারমিন।
গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। চিকিৎসার পর জানা যায় হার্ট অ্যাটাক হয়েছে তার। তাকে একটি রিংও পরিয়েছেন সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসকরা। গতকালই জ্ঞান ফিরে তামিমের। আজ আরও ভালো অবস্থানে আছেন তিনি। হালকা হাঁটাচলা, খাওয়া-দাওয়া এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দেশের অন্যতম সেরা এই ওপেনার। তবে তিন মাস মাঠে নামতে পারবেন না তিনি।