ম্যাচ জিতলেও আক্ষেপ রয়ে গেছে লিটনের
সঙ্গীদের একের পর এক বিদায়ের মাঝেও শারজাহর গ্যালারিতে তখন নির্ভার এবং আত্মবিশ্বাসী পারভেজ হোসেন ইমন। বাঁহাতি এই ওপেনারের ব্যাটে যেন চোখধাঁধানো এক ঝড়। ১৫ থেকে ১৭তম ওভারে তার ব্যাটে আসে ৪৬ রান। যেন একার কাঁধেই দলকে পৌঁছে দিল বিশাল পুঁজির পথে। তবে শেষের তিন ওভারে সেই গতি আর ধরে রাখতে পারল না বাংলাদেশ। ম্যাচ শেষে জয় নিয়ে মাঠ ছাড়লেও, অধিনায়ক লিটন দাসের কণ্ঠে ধরা দিল একরাশ হতাশা।