সালমানের বোলিং ও মঈনের অলরাউন্ড নৈপূণ্যে ঢাকাকে হারাল সিলেট
রহমানউল্লাহ গুরবাজ ও আব্দুল্লাহ আল মামুন মিলে ঢাকা ক্যাপিটালসকে প্রত্যাশিত শুরুই এনে দিয়েছিলেন। মামুন ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুুরি করেন গুরবাজ। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সাইফ হাসান। বড় লক্ষ্য তাড়ায় দাঁড়াতেই পারেননি নাসির হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মিঠুনরা। পেসার সালমন ইরশাদের সঙ্গে ঢাকাকে চেপে ধরার কাজটা করেন মঈন আলী। ব্যাটিংয়ে ঝড় তোলা ডানহাতি অফ স্পিনার ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাদের দুজনের এমন বোলিংয়েই ঢাকাকে ২০ রানে হারিয়েছে সিলেট টাইটান্স। ৮ ম্যাচ খেলা স্বাগতিকদের এটা চতুর্থ জয়। বিপরীত ৬ ম্যাচ খেলা ঢাকার হার চারটিতে।