
১০ হাজার ছোঁয়ার দিনে স্মিথের সেঞ্চুরি, খাওয়াজারও একশ
ভারতের বিপক্ষে শেষ টেস্টেই ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারতেন স্টিভ স্মিথ। তবে ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণার বলে ৪ রানে ফিরেছিলেন এক রানের আক্ষেপ নিয়ে। শ্রীলঙ্কা সফরে এসে সেই আক্ষেপ ঘুচিয়েছেন প্রবাথ জয়াসুরিয়ার বলে মিড অনে ঠেলে দিয়ে। ১০ হাজার রানের রেকর্ড ছোঁয়ার দিনে স্মিথ অপরাজিত ছিলেন ১০৪ রানের ইনিংস খেলে। আরেক ব্যাটার উসমান খাওয়াজা অপরাজিত ১৪৭ রানে। তাদের দুজনের সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে প্রথম দিনে ৩৩০ রান তুলেছে অস্ট্রেলিয়া।