promotional_ad

পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন বাবর, সিরিজসেরা হয়েও নেই সাজিদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
কিছুদিন আগেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচের দল থেকে বাদ পড়েন বাবর আজম। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তান দলে ফিরলেন তিনি। সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডেও আছেন তিনি।

promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন সাজিদ। সিরিজ সেরার পুরষ্কারও জিতে নেন তিনি। শেষ দুই টেস্টে ১৯ উইকেট নেন এই স্পিনার। তার সঙ্গে জ্বলে উঠেছিলেন নোমান আলীও।


এই দুই স্পিনার মিলে শেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টিই নিয়েছিলেন। মাঝে একটা সময়ে এই দুজন টানা ৮৯.৫ ওভার বোলিংও করেছিলেন। তবে সাউথ আফ্রিকা সফরে একমাত্র স্পিনার নোমান থাকলেও নেই সাজিদ।


মূলত কন্ডিশনের কারণে বাদ পড়েছেন সাজিদ। সাউথ আফ্রিকায় পাকিস্তান প্রথম টেস্ট খেলবে সেঞ্চুরিয়নে। সেখানকার কন্ডিশন পেস সহায়ক। এজন্যই দলে অতিরিক্ত স্পিনার নেয়নি পাকিস্তান।


promotional_ad

এদিকে বাবরের মতো ইংল্যান্ড সিরিজের টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন শাহিন শাহ আফ্রিদিও। এই পেসারকেও টেস্ট দলে রাখা হয়নি। ২০২১ সালের পর টেস্ট দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস। টেস্ট ও ওয়ানডে দলের স্কোয়াডে থাকলেও টি-টোয়েন্টি খেলবেন না নাসিম শাহ।


সাউথ আফ্রিকা সফরের তিন সংস্করণের স্কোয়াডে বাবর ছাড়াও পরিচিত মুখ মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব এবং সালমান আঘা। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তানের সাউথ আফ্রিকা সফর। পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি আগামী ১০ ডিসেম্বর, সিরিজটি শেষ হবে ৩ জানুয়ারিতে শুরু হওয়া কেপটাউন টেস্টের মধ্য দিয়ে।


টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আমের জামাল, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাইম আইয়ুব ও সালমান আলী


ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী, শাহীন শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।


টি-টোয়েন্টি স্কোয়াড:  মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), উসমান খান, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহাঁদাদ খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলী, শাহীন শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball