promotional_ad

বিসিসিআইয়ের সঙ্গে রোহিত-গম্ভীরের ৬ ঘণ্টার বৈঠক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়ানডে বিশ্বকাপ তো ওয়ানডে বিশ্বকাপ, এটাও কম নয়: রোহিত

৫ ঘন্টা আগে
শিরোপার সঙ্গে রোহিত শর্মা, ফাইল ফটো

ঘরের মাঠে লজ্জাজনকভাবে সিরিজ হেরেছে ভারত। এরপর থেকেই সমালোচনার মুখে সময় পার করছে দলটি। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ দর্শক, বাদ যাচ্ছেন না কেউই। এবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) থেকেও এলো হুশিয়ারি। সামনের অস্ট্রেলিয়া সিরিজের আগে সভাপতি রজার বিনি এবং সেক্রেটারি জয় শাহর সঙ্গে প্রায় ছয় ঘণ্টা বৈঠক করেছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার, অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর।


এমন খবর ভারতের সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই। বিসিসিআইয়ের এর কর্মকর্তার বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে তারা।


এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে বলেন, ‘এমন একটা বিপর্যয়ের পর এরকম মিটিং হওয়ারই ছিল, যেটা টানা ৬ ঘণ্টা দীর্ঘ হয়েছে। ভারত দল সামনে অস্ট্রেলিয়ায় যাচ্ছে। বিসিসিআই চায় দল ঘুরে দাঁড়াক, এবং এ বিষয়ে থিংক-ট্যাংক কী ভাবছে সেটাও জানতে চেয়েছে।’



promotional_ad

দীর্ঘ সেই আলোচনায় কেমন আলোচনা হয়েছে তা সহজেই অনুমেয়। তিন জনকে যে বিভিন্ন কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, চাওয়া হয়েছে সব কিছুর ব্যাখ্যা, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিসিসিআইয়ের সেই সূত্র পিটিআইকে আরো জানায়, 'ম্যারাথন' বৈঠকে কোচ এবং অধিনায়ককে কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আগের কোচ রাহুল দ্রাবিড় যেভাবে দল পরিচালনা করেছেন, তার থেকে কিছু পরিবর্তন এনেছেন গৌতম গম্ভীর। প্রশ্ন উঠেছে এই কোচের দল পরিচালনা নিয়ে।


আরো পড়ুন

পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি

৫ মার্চ ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ফাইনালে নিলেন কোহলি, ফাইল ফটো

জানা গেছে, মুম্বাই টেস্টে দলের সেরা বোলার জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেয়ার ব্যাপারটি একেবারেই পছন্দ হয়নি বোর্ড কর্তাদের। তাই প্রশ্ন করা হয়, সহ-অধিনায়ক থাকার পরও কেনো বিশ্রাম দেয়া হলো বুমরাহকে। পাশাপাশি জিজ্ঞেস করা হয়, পুনেতে টার্নিং পিচে ধরাশায়ী হওয়ার পরেও কেন স্পিনবান্ধব টার্নিং উইকেট বানাতে বলা হলো মুম্বাইতে!


এ বিষয়ে সূত্রটি বলেন, ‘বুমরাহকে সতর্কতাস্বরূপ বিশ্রাম দেওয়া হলেও এ নিয়ে আলোচনা হয়েছে। র‍্যাংক টার্নার উইকেটে ভারত খুব ভালো না করলেও কেন এমন উইকেট, এ সব নিয়ে আলোচনা হয়েছে।’


এমনকি সামনে থাকা অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে দলের অধিনায়ক কোচ এবং নির্বাচককে। কোচ এবং অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, এই ধাক্কা সামলে কী ভাবে দল ঘুরে দাঁড়াতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে বিশেষজ্ঞ নীতিশ কুমার রেড্ডি এবং রঞ্জি ট্রফিতে মাত্র দশটি ম্যাচ খেলে হার্ষিত রানার মতো ক্রিকেটার কী করে টেস্ট দলে জায়গা করে নেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন।



ভারতের পরবর্তী চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ বোর্ডার গাভাস্কার ট্রফি। যার ৫ ম্যাচের ৪ টিই জিততে হবে ভারতকে। নয়ত খেলা হবে না আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball