অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই বাটলার, নেতৃত্ব দেবেন সল্ট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার
১০ ঘন্টা আগে
কিছুদিন পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই সিরিজগুলোর জন্য পৃথক দুটি স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না জস বাটলারের। তার পরিবর্তে এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন ফিল সল্ট। গত জুলাইয়ে দ্যা হান্ড্রেড টুর্নামেন্টে খেলার সময় ডান পায়ের কাফ ইনজুরিতে পড়েন বাটলার।

টি-টোয়েন্টি সিরিজ না খেললেও ওয়ানডে সিরিজে অধিনায়ক হয়েই ফিরবেন বাটলার। টি-টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে সারে অলরাউন্ডার জেমি ওভারটনকেও। অপরদিকে ???য়ানডে স্কোয়াডে যুক্ত করা হয়েছে জর্ডান কক্সকে।
৪ মাসের জন্য ছিটকে গেলেন উড
১১ ঘন্টা আগে
কিছুদিন আগেই ইংল্যান্ডের সীমিত ওভারের দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান ম্যাথু মট। তার বিদায়ের পর ইংল্যান্ডের সীমিত ওভারের দলের হেড কোচ নিযুক্ত করা হয়েছে ব্রেন্ডন ম্যাককালামকে।
যদিও ম্যাককালামের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব এখনই নিচ্ছেন না। আপাতত এই দায়িত্ব পালন করবেন দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ মার্কাস ট্রেসকোথিক। ১১ সেপ্টেম্বর শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ।
টি-টোয়েন্টি স্কোয়াড- ফিল সল্ট (অধিনায়ক), জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জস হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ডান মাউসলি, জেমি ওভারটন, আদিল রশিদ , রিস টপলি এবং জন টার্নার।
ওয়ানডে স্কোয়াড- জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন , জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, জস হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি এবং জন টার্নার।