ভারতের বোলারদের সঙ্গে দলটির ব্যাটাররাও আছেন আগুনে ফর্মে। শক্তিমত্তায় ভারতের চেয়ে বড় ব্যবধানে পিছিয়ে থাকলেও এই দুই দলের লড়াই নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যেই ভিন্নরকমের উন্মাদনা থাকে। অনেক সময় সেই উন্মাদনার আঁচ লাগে ক্রিকেটারদের মধ্যেও।
যদিও এশিয়া কাপে মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচের উত্তাপ ছুঁতে পারছে না বাংলাদেশ দলকে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তিনি জানিয়েছেন অন্যসব ম্যাচের মতোই নিজেদের প্রস্তুতি নিচ্ছেন তারা।
এই ম্যাচের উত্তজনা নিয়ে মেহেদী বলেছেন, 'না (ভারতের বিপক্ষে ম্যাচের উত্তাপ টের পান কিনা), ব্যাক অব দ্য মাইন্ডে এটা নিয়ে চিন্তা করছি না। এটা তো আপনারা তৈরি করতেছেন কিংবা দর্শকরা করছে। আমরা স্বাভাবিকভাবে প্রত্যেকটা আন্তর্জাতিক ম্যাচ যেভাবে খেলে আসছি আমরা ঠিক ওইভাবেই খেলব। বেশি কিছু চিন্তা করছি না।'
শ্রীলঙ্কার বিপক্ষে জিততে ২০তম ওভার পর্যন্ত খেলতে হয়েছে বাংলাদেশকে। অনেকে ভাবছিলেন বাংলাদেশ তীরে এসে তরী ডোবায় কিনা। তবে তেমনটা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে পারফরম্যান্স নিয়ে ইতিবাচক বাংলাদেশ দল। এখন লক্ষ্য ভারতের বিপক্ষে ভালো খেলা।
মেহেদী বলেছেন, 'ভালোর তো কখনো শেষ থাকে না। মনে হয় আরও যদি ভালো করতে পারতাম আরও ভালো হতো। কিন্তু যা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস ভালো যখন যে খেলছে, যখন যার প্রয়োজন সবাই সেটা ঠিকভাবে ডেলিভারি করছে। মাশাআল্লাহ, এটা আমাদের জন্য ভালো দিক। এটা যেন টুর্নামেন্টের শেষ পর্যন্ত সবাই মিলে ক্যারি করতে পারি।'