শুক্রবার সাউথ আফ্রিকার বিপক্ষে ৩০৪ রান করে রেকর্ড ভাঙা দলের দুই পরিবর্তন আনে ইংল্যান্ড। জফরা আর্চার ও হ্যারি ব্রুককে বিশ্রাম দেয়া হয়েছে। লেগস্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদকে চার নম্বরে নামানো হয়েছে। আর তৃতীয় পেসার হিসেবে দলে জায়গা পেয়েছেন জেমি ওভারটন।
ইংল্যান্ড দলে জায়গা হয়নি জর্ডান কক্সের, যিনি দ্য হান্ড্রেডে ওভাল ইনভিনসিবলসের হয়ে টুর্নামেন্ট-সেরা পারফরম্যান্স করে ইংলিশদের স্কোয়াডে শেষ মুহূর্তে ডাক পান। সনি বেকার, স্কট কারি ও টম হার্টলি আছেন দলটিতে। যদিও প্রথম ম্যাচে তারা খেলার সুযোগ পাচ্ছেন না।
ইংল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যে এর আগে একমাত্র সম্পন্ন হওয়া টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছিল আয়ারল্যান্ড, তিন বছর আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। তবে এবার তারা পাচ্ছে না বোলিং আক্রমণের দুই প্রধান ভরসা মার্ক অ্যাডায়ার ও জশ লিটলকে, দুজনই ইনজুরিতে আক্রান্ত।
আয়ারল্যান্ডের একাদশে জায়গা হয়নি অভিষেকের অপেক্ষায় থাকা বেন ক্যালিটজের, যদিও অধিনায়ক পল স্টার্লিং মঙ্গলবার বলেছিলেন তাদের মিডল অর্ডার 'অভিজ্ঞ একজন বাঁহাতি ব্যাটারের জন্য মরিয়া।' তার পরিবর্তে অলরাউন্ডার গ্যারেথ ডেলানিকে খেলানো হচ্ছে এই ম্যাচে।
আয়ারল্যান্ডের বোলিং আক্রমণে আছেন চারজন ফ্রন্টলাইন পেসার, আর বাঁহাতি স্পিনার ম্যাথিউ হামফ্রিসও নতুন বলে দায়িত্ব নিতে পারেন দিতে পারেন। ডাবলিনে রাতভর বৃষ্টির পর সকালে রোদ ওঠায় মালাহাইডে পূর্ণ ২০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচটি নিয়ে আয়ারল্যান্ডের দর্শকদের মধ্যেও তুমুল উত্তেজনা রয়েছে।