প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান
১১ ফেব্রুয়ারি ২৫
প্রথম দুটি ম্যাচে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচটি তাই নিয়মরক্ষার লড়াই হয়েছিল। আর এই ম্যাচেই অসাধারণ দাপট দেখালো ক্যারিবিয়ানরা। ত্রিনিদাদে বৃষ্টি আইনে সাউথ আফ্রিকাকে আট উইকেটে হারিয়ে সিরিজ শেষ করল তারা।
বৃষ্টির কারণে ম্যাচটি দুই দলের জন্য ১৩ ওভারে নেমে আসে। এতেই ৩- ০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল রভম্যান পাওয়েলের দল। টস হেরে আগে ব্যাটিং পেয়ে ট্রিস্তান স্টাবসের ঝড়ে ১৩ ওভারে চার উইকেটে ১০৮ রান করে সাউথ আফ্রিকা।

শুরুতে অনেকগুলো বল নষ্ট করে আউট হন রিজা হেনড্রিকস। আকিল হোসেইনের বলে আউট হওয়ার আগে ২০ বলে ৯ রান করে ফিরে যান তিনি। আরেক ওপেনার রায়ান রিকেলটন করে ২৪ বলে ২৭ রান।
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
এইডেন মার্করাম সম্ভাবনা জাগিয়ে ফিরে গেছেন (১২ বলে ২০)। এ দিন দলের হয়ে একাই লড়??ই করেন স্টাবস। ১৫ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৪০ রান করেন তিনি। ক্যারিবিয়ানদের হয়ে ১৪ রান খরচায় দুই উইকেট নেন রোমারিও শেফার্ড।
জবাবে শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ারদের বিস্ফোরণে ৯.২ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। প্রথম ওভারেই অ্যালিক অ্যাথানেজের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। বাকি সময়ে তাদের বিপদে পড়ার কোন অবস্থাই তৈরি হয়নি।
হোপ-পুরান মিলে ১৯ বলে ৫৮ রান তোলেন। পুরান ১৩ বলে ৩৫ রান করে ফিরে গেলেও শেষ পর্যন্ত ছিলেন হোপ। ২৪ বলে ৪২ রান করেন তিনি। এই দুজনই চারটি করে ছক্কা হাঁকান। শেষদিকে হেটমায়ার ১৭ বলে করেন অপরাজিত ৩১ রান। সাউথ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নেন ফরচুন বিজন ও ওটনেল বার্টম্যান।