আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওকসের অবসর

আন্তর্জাতিক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওকসের অবসর
ক্রিস ওকস
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস ওকস। এর মধ্যে দিয়ে প্রায় ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এই ইংলিশ অলরাউন্ডার। ক্যারিয়ার জুড়ে ইংল্যান্ডের হয়ে দুটি সীমিত ওভারের বিশ্বকাপ জিতেছেন এই ক্রিকেটার। ওকস মনে করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এটাই সঠিক সময় তার জন্য।

৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার আসন্ন শীতে অ্যাশেজ সফরে ইংল্যান্ড দলে জায়গা পাওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু চলতি গ্রীষ্মে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে কাঁধের হাড় সরে যাওয়ায় তিনি ছিটকে যান। এরপর ইংল্যান্ড তার কেন্দ্রীয় চুক্তি নবায়ন করেনি। এ কারণেই তিনি ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ওকস অবসরের সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, 'সময়টা এসে গেছে এবং আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের জন্য এটাই সঠিক সময়। ছোটবেলায় বাড়ির পেছনের বাগানে খেলার সময় থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম, আর সেই স্বপ্ন পূরণ হওয়ায় নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করছি। ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করা, থ্রি লায়ন্সের জার্সি পরা আর সতীর্থদের সঙ্গে মাঠে নামা—যাদের অনেকে আজীবনের বন্ধু হয়ে গেছেন—এসব মুহূর্ত সবসময় আমার সবচেয়ে বড় গর্বের জায়গা হয়ে থাকবে।'

সতীর্থদের কাছে 'দ্য উইজার্ড' নামে পরিচিত ছিলেন ওকস। অনেকে তাকে ভাবেন ক্রিকেটের সবচেয়ে ভদ্র মানুষ হিসেবেও। ওকস ৬২ টেস্টে ১৯২ উইকেট নিয়েছেন। লর্ডসের অনার্স বোর্ডে তিনবার নিজের নাম তুলেছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে ১৫৫ ম্যাচে ২০৪ উইকেট আছে তার নামের পাশে।

ইয়ন মরগানের নেতৃত্বে ২০১৯ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অন্যতম প্রধান বোলার ছিলেন ওকস, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। এরপর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অংশ ছিলেন ওকস। ইংল্যান্ডের ঘরের মাঠেই সবচেয়ে সফল ছিলেন ওকস। তিনি ২৩.৪৭ গড়ে নিজ দেশে ১৪৮ উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: ক্রিস ওকস